ছবি: ইনস্টাগ্রাম।
ঝগড়া করেছে স্ত্রী। ‘মীমাংসা’ করার জন্য দুষ্টু বুদ্ধি খেলল স্বামীর মাথায়। মাঝসমুদ্রে কায়াক থামিয়ে স্ত্রীকে জানিয়ে দিলেন, ক্ষমা চাইলে তবে কায়াক আগে যাবে, না হলে এ ভাবেই আটকে থাকতে হবে মাঝসমুদ্রে। এমনই একটি মজার ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভিডিয়োয় দেখা গিয়েছে, সমুদ্রের মাঝখানে অলস ভাবে কায়াকিং করছেন এক ভারতীয় দম্পতি। কিন্তু কায়াক চালাতে চালাতে হঠাৎই সেটি থামিয়ে দেন যুবক স্বামী। তবে বিশ্রাম নিতে বা প্রাকৃতিক দৃশ্য উপভোগের জন্য নয়। স্ত্রীর সঙ্গে হওয়া ঝগড়ার মীমাংসা করতে ওই সিদ্ধান্ত নেন তিনি। ভয় পেয়ে যান তাঁর স্ত্রী। সেই সুযোগে স্ত্রীকে দাবি মানাতে বাধ্য করেন ওই যুবক। প্রথমে ভয় পেলেও যুবকের দাবি শুনে শেষে হেসে ফেলেন তাঁর স্ত্রী। স্বামীর দাবি মেনে নিয়ে ক্ষমাও চান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘আরুশি ত্রিবেদী’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে। তিন দিন আগে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় তিন লক্ষ বার দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করতে ছাড়েননি নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভাই সুযোগের সঠিক সদ্ব্যবহার করেছেন।” অন্য এক জন লিখেছেন, ‘‘ভাল বুদ্ধি। আমিও এ ভাবেই স্ত্রীকে দিয়ে ক্ষমা চাওয়াব।’’