Bizarre News

‘বিশ্বের সমস্ত দেশে সন্তান থাকুক আমার’, ইচ্ছাপ্রকাশ পেশাদার শুক্রাণুদাতা ৮৭ সন্তানের বাবার!

কাইল আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। নিয়মিত শুক্রাণু দান করেন তিনি। শুক্রাণু দান করাই তাঁর নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও তাঁর দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক মহিলারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৮:০২
Share:

—প্রতীকী ছবি।

২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১০০ সন্তানের জনক হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এ বার তাঁর ইচ্ছা, বিশ্বের সমস্ত দেশে যেন তাঁর সন্তান থাকে। কথা হচ্ছে জনপ্রিয় শুক্রাণুদাতা কাইল জর্ডির। সম্প্রতি ওই অদ্ভুত ইচ্ছার কথা প্রকাশ করেছেন কাইল।

Advertisement

কাইল আমেরিকার ক্যালিফোর্নিয়ার বাসিন্দা। নিয়মিত শুক্রাণু দান করেন তিনি। শুক্রাণু দান করাই তাঁর নেশা। বিষয়টি নিয়ে বিতর্ক থাকলেও তাঁর দাবি, মাঝেমধ্যেই অনলাইনে বিভিন্ন দেশ থেকে সন্তানধারণে ইচ্ছুক মহিলারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। ‘বি প্রেগন্যান্ট নাও’ নামে একটি ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে পরিষেবা প্রদান করেন কাইল। কাইলের দাবি, তাঁর দান করা শুক্রাণুর সাহায্যে অন্তঃসত্ত্বা হয়েছেন অনেক দেশের মহিলা৷

কিছু দিন আগেই কাইল জানিয়েছিলেন, ২০২৫ সাল শেষ হওয়ার আগেই ১০০ সন্তানের পিতা হতে চান তিনি। তবে এ বার আরও এক অদ্ভুত ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছেন। জানিয়েছেন, তিনি চান যে বিশ্বের সব দেশে তাঁর সন্তান থাকুক। সারা বিশ্বে এখনও পর্যন্ত ৮৭টি শিশুর জন্ম হয়েছে তাঁর শুক্রাণু থেকে। তাই খুব শীঘ্রই তিনি তাঁর লক্ষ্যে পৌঁছবেন বলেও জানিয়েছিলেন৷ সংবাদমাধ্যম ‘মিরর ইউকে’কে কাইল বলেছেন, “এত সন্তানের বাবা হতে পেরে আমি গর্বিত। আমি খুশি যে আমি অনেক মহিলাকে পরিবার শুরু করতে সাহায্য করেছি।’’ তিনি জানিয়েছেন, চলতি বছরে জাপান, আয়ারল্যান্ড, ব্রিটেন এবং ইউরোপের অনেক দেশে সফরের ইচ্ছা রয়েছে তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement