ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস। ছবি: সমাজমাধ্যম।
রবিবার গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল। তার আগে চোট-আঘাত আরও চিন্তা বাড়িয়েছে কোচ অস্কার ব্রুজ়োর। রবিবারও তিনি পাবেন না আনোয়ার আলিকে। কার্ড দেখায় নেই শৌভিক চক্রবর্তী। সাউল ক্রেসপোও আপাতত মাঠে ফিরছেন না।
আইএসএলে এই মুহূর্তে গোয়া দ্বিতীয় স্থানে। ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট তাদের। তবে ইস্টবেঙ্গলের পক্ষে আশার কথা, মাঝে ভাল ফর্মে থাকলেও শেষ দু’টি ম্যাচে ড্র করেছে গোয়া। তার মধ্যে একটি দুর্বল হায়দরাবাদের। ক্ষমতা সীমিত হলেও ইস্টবেঙ্গলের পয়েন্ট পাওয়ার আশা একেবারেই যে নেই তা নয়। তবে চোট-আঘাতে বিপর্যস্ত দল কতটা লড়াই করতে পারবে সেটাই প্রশ্ন।
সূত্রের খবর, চোটের কারণে আনোয়ারকে আরও এক সপ্তাহ পাওয়া যাবে না। সুস্থ না হলে মেয়াদ আরও বাড়বে। আনোয়ার দলের সঙ্গে গোয়াও যাননি। ক্রেসপোকে ২৪ জানুয়ারি কেরলের বিরুদ্ধে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইস্টবেঙ্গলের নতুন বিদেশি রিচার্ড সেলিস কুঁচকিতে সামান্য চোট পেলেও তা আপাতত সেরে গিয়েছে। রবিবারের ম্যাচে তাঁর অভিষেক হতে পারে। তাঁকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসাবে খেলাতে পারেন কোচ অস্কার।