বিস্ফোরণে বিধ্বস্ত বাজি কারখানা। ছবি: পিটিআই।
বাজি কারখানায় বিস্ফোরণ এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাতে। মঙ্গলবার বনাসকাঁঠা জেলার ডীসা শহরের অদূরে প্রবল বিস্ফোরণে অন্তত ১৮ জনের মৃত্যু ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। গুরুতর আহত হয়েছেন বেশ কয়েক জন।
বিস্ফোরণের অভিঘাতে কারখানার একাংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের তলায় কয়েক জন শ্রমিক চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, বাজি কারখানাটিতে বেআইনি ভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করে রাখা হয়েছিল। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
বনাসকাঁঠার জেলাশাসক মিহির পটেল সকালে দুর্ঘটনার পরে বলেন, ‘‘মঙ্গলবার সকাল সাড়ে ৯টা নাগাদ আমরা ডীসা শিল্পতালুক এলাকায় একটি বড় বিস্ফোরণের খবর পাই। দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলেই ১০ জন শ্রমিকের মৃত্যু হয়। আহত অনেক শ্রমিককে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের অভিঘাত এতই শক্তিশালী ছিল যে, কারখানাটি ধসে পড়েছে।’’ এর পরে পুলিশি সূত্রে আরও সাত জনের মৃত্যুর খবর মেলে। প্রসঙ্গত, সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার ঢোলাহাটে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় আট জনের মৃত্যু হয়। সেখানে বেআইনি ভাবে বাজি ও বিস্ফোরক পদার্থ মজুত রাখা হয়েছিল বলে অভিযোগ।