Dharmendra Health Updates

হাসপাতালে একাই ৮৯-এর ধর্মেন্দ্র, চোখে বড় ব্যান্ডেজ! কী হয়েছে বর্ষীয়ান অভিনেতার?

সপ্তাহ দুয়েক আগেও প্রবীণ অভিনেতাকে চোখের হাসপাতালে আসতে দেখা গিয়েছিল। ডান চোখে বড় ব্যান্ডেজ নিয়ে বেরোতেই ঘিরে ধরেন ছবিশিকারিরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৪:০৫
Share:
হাসপাতালে একাই ধর্মেন্দ্র।

হাসপাতালে একাই ধর্মেন্দ্র। ছবি: সংগৃহীত।

ডান চোখ ঢাকা বড় ব্যান্ডেজে। তার পরেও তিনি দমেননি! ছবিশিকারের মাধ্যমে অনুরাগীদের বার্তা দিলেন, “আমি এখনও যথেষ্ট শক্তপোক্ত! নিজের কাজ নিজে করার সামর্থ্য রাখি।” এ ভাবেই মঙ্গলবার সমাজমাধ্যমে ৮৯ বছরের ধর্মেন্দ্র ভাইরাল। তিনি নিজেই জানান, ডান চোখে দেখতে অসুবিধে হচ্ছিল। চোখ পরীক্ষা করে চিকিৎসক জানান, তাঁর কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন। তাই নিজেই হাসপাতালে এসে অস্ত্রোপচার করান।

Advertisement

মাথায় বড় কালো টুপি। পরনে ফুলছাপ শার্ট, কালো ট্রাউজার— এই সাজে হাসপাতাল থেকে বেরোতে দেখা গিয়েছে তাঁকে। সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। জানতে চান, কী হয়েছে তাঁর? বর্ষীয়ান অভিনেতা জানান, কিছু দিন ধরেই ডান চোখে দেখতে অসুবিধে হচ্ছিল। চিকিৎসকের কাছে গেলে তিনি পরীক্ষা করে জানান, কর্নিয়া গ্রাফটিং করতে হবে। নির্দিষ্ট দিনে হাসপাতালে এসে সেই কাজটিই করিয়ে গেলেন তিনি।

ছবিশিকারিদের মাধ্যমে এ দিন তিনি তাঁর অনুরাগীদেরও আন্তরিক ধন্যবাদ জানান। বলেন, “আপনাদের ভালবাসায়, শুভেচ্ছায় এখনও বেঁচে আছি। তার জন্য কৃতজ্ঞ। আমার তরফ থেকেও আপনাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। চিন্তা করবেন না। ভাল আছি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement