Viral Video

জীবনে প্রেম জোটেনি? বিনামূল্যে অটোয় চড়ার সুযোগ দেন, মনোবলও বাড়ান অটোচালক

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাগড়ি পরে অটো চালাচ্ছেন এক অটোচালক। তাঁর গাড়ির আগাপাশতলা ফুল দিয়ে সাজানো। অটোর বাইরে বিভিন্ন রকমের মন্তব্য লেখা রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২৫ ১২:৩১
Share:

ছবি: ইনস্টাগ্রাম।

বয়স্ক মানুষ, অসহায় মহিলা, শিশু বা প্রতিবন্ধীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকেই। কিন্তু প্রেম জোটেনি যাঁদের ভাগ্যে, এমন মানুষদের দিকে নিঃস্বার্থ সাহায্যের হাত বাড়াতে দেখা যায় কি কাউকে ? অবিশ্বাস্য মনে হলেও এক অটোচালক কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দেন তাঁদেরকেই, যাঁদের জীবনে প্রেম নেই অর্থাৎ, ‘সিঙ্গল’। জীবনে একা রয়েছেন এমন মানুষদের বিনামূল্যে অটোয় চড়তে দেন ওই অটোচালক। তাঁদের মনে আশাও জোগান। ওই অটোচালকের একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)। ওই অটোচালক কোথাকার বাসিন্দা, তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাগড়ি পরে অটো চালাচ্ছেন এক অটোচালক। তাঁর গাড়ির আগাপাশতলা ফুল দিয়ে সাজানো। অটোর বাইরে বিভিন্ন রকমের মন্তব্য লেখা রয়েছে। পাশাপাশি লেখা রয়েছে, ‘‘ফ্রি রাইড ফর সিঙ্গল’’। অর্থাৎ, যাঁদের জীবনে প্রেম জোটেনি, তাঁরা বিনামূল্যে ওই অটোয় চড়তে পারেন। গাড়ির পিছনে লেখা, ‘‘কোনও জীবনসাথী দেখলে গাড়ি দাঁড় করিয়ে দেবেন।’’ অটোর ভিতরে লেখা, ‘‘এমন কারও সঙ্গে জীবন কাটান, যাঁর সঙ্গে অটোতে উঠেও মনে হবে বিলাসবহুল গাড়িতে চড়েছেন।’’ সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ‘ভাইরাল ভায়ানি’ নামের অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন অনেকে। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘দাদা আমি এখনও একা। আমার বাড়ি ঘাটকোপারে। দয়া করে অটো নিয়ে চলে আসুন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘অটোচালক দাদাও মনে হয় একা। আর এক জন একা মানুষই অন্য একা মানুষের দুঃখ বোঝেন। আপনাকে কুর্নিশ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement