ছবি: এক্স থেকে নেওয়া।
রিল বানানোর জন্য ‘সমস্ত সীমা অতিক্রম’ করেছেন। লোকাল ট্রেনে এক স্বল্পবসনা তরুণীর ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তেমনটাই দাবি তুলেছেন নেটাগরিকদের একাংশ। সম্প্রতি ওই তরুণীর ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল সেই ভিডিয়োয় স্বল্প পোশাক পরিহিতা ওই তরুণীকে ট্রেনের অন্দরে এবং প্ল্যাটফর্মের মধ্যে ‘পোজ়’ দিতে দেখা গিয়েছে। রিলও বানাতে দেখা গিয়েছে তাঁকে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সেই ঘটনার ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। নিন্দার ঝড় উঠেছে। (যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছোট একটি স্কার্ট এবং সাদা জামা পরে ট্রেনের কামরায় উঠেছেন এক তরুণী। জামার ভিতর থেকে উঁকি দিচ্ছে অন্তর্বাস। একটি আসনে বসে হাত-পা ছুড়ে অঙ্গভঙ্গি করতে দেখা গিয়েছে তাঁকে। পোজ় দিতেও দেখা গিয়েছে। তাঁরই এক পরিচিত তাঁকে ক্যামেরাবন্দি করেন। এর পর প্ল্যাটফর্মে দাঁড়িয়েও রিল বানাতে দেখা গিয়েছে তাঁকে। ট্রেনযাত্রীদের অনেকেই ওই তরুণীকে দেখে অপ্রস্তুত হয়ে পড়েন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত বুধবার ‘নাইট৪৯১৬৫৬৯০৩’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। হাজার হাজার বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ওই তরুণীর নিন্দা করে সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ওই তরুণী শালীনতার সব সীমা অতিক্রম করেছেন। ওঁর শাস্তি হওয়া উচিত।’’ অন্য এক জনের কথায়, ‘‘অশ্লীলতা একটি সংক্রমণ। সবাই এখন নেটপ্রভাবী হওয়ার জন্য এ সব করে।’’ তবে ওই তরুণীকে সমর্থনও জানিয়েছেন কেউ কেউ। এক জন লিখেছেন, ‘‘তরুণীর যা ইচ্ছা হয়ে পরেছেন, যা ইচ্ছা করেছেন। এতে অন্যদের খারাপ লাগার মতো কী হল বুঝি না।’’