ছবি: এক্স থেকে নেওয়া।
নির্দিষ্ট স্টপেজে বাস থেকে নামতে পারেননি। ১০ টাকা অতিরিক্তি ভাড়া চাওয়া হয়েছিল। কিন্তু সেই টাকা দিতে রাজি না হওয়ায় ৭৫ বছর বয়সি প্রাক্তন আইএএস অফিসারকে মারধর করার অভিযোগ উঠল ওই বাসের কন্ডাক্টারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়পুরে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অবসরপ্রাপ্ত ওই আইএএস অফিসারের নাম আরএল মীনা। অভিযুক্ত বাস কন্ডাক্টারের নাম ঘনশ্যাম শর্মা। কয়েক দিন আগেই জয়পুর থেকে কনোটা যাওয়ার জন্য একটি বাস ধরেন মীন। বাস কন্ডাক্টারকে তিনি জানিয়েছিলেন কনোটা এলে যেন তাঁকে জানিয়ে দেওয়া হয়। কিন্তু কন্ডাক্টার সঠিক সময়ে না জানানোয় তিনি নায়লা পৌঁছে যান। সে কথা শুনে বাস থেকে নামতে গেলে ওই বাস কন্ডাক্টার তাঁর কাছে বেশি রাস্তা আসার জন্য অতিরিক্ত ১০ টাকা ভাড়া চান। কিন্তু সেই টাকা দিতে রাজি হননি প্রাক্তন আমলা। এই নিয়ে বাগ্বিতণ্ডা চলাকালীন হঠাৎই ওই বাস কন্ডাক্টার মীনাকে ধাক্কা দেন। মীনাও ঘুরিয়ে চড় মারেন কন্ডাক্টারকে। এর পরেই বৃদ্ধ প্রাক্তন আইএএস অফিসারকে মারধর করেন ওই কন্ডাক্টার ঘনশ্যাম। সেই ঘটনার ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
কনোটা থানার এসএইচও উদয় সিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই ঘনশ্যামের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে। অন্য দিকে, ‘জয়পুর সিটি ট্রান্সপোর্ট সার্ভিসেস লিমিটেড’-এর তরফে ঘনশ্যামকে সাসপেন্ড করা হয়েছে বলেও খবর।
‘এক নজ়র’ এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। প্রাক্তন আমলাকে ওই ভাবে মারধর করার জন্য অভিযুক্ত কন্ডাক্টারের শাস্তির দাবিতেও সরব হয়েছেন অনেকে।