Viral Video

বান্ধবীকে কোলে তুলে বাইকে বসালেন! কোলে বসিয়েই চালালেন বাইক, তরুণের ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা রাস্তার ধারে একটি বাইক দাঁড় করানো রয়েছে। তার সামনে এক তরুণীকে কোলে তুলে হাঁটছেন এক তরুণ। কোলে তোলা অবস্থাতেই বান্ধবীকে নিয়ে বাইকের উপর চড়ে বসেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ০৭:৫৮
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

বান্ধবীকে কোলে তুলে বাইকে বসালেন। কোলে বসিয়ে বাইকও চালাতে চালাতে রিলও বানালেন। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর জেলার গঙ্গা ব্যারেজ এলাকায়। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর কানপুর পুলিশ ওই বাইকচালক তরুণের বিরুদ্ধে মামলা রুজু করেছে বলে খবর। ওই যুবকের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ফাঁকা রাস্তার ধারে একটি বাইক দাঁড় করানো রয়েছে। তার সামনে এক তরুণীকে কোলে তুলে হাঁটছেন এক তরুণ। কোলে তোলা অবস্থাতেই বান্ধবীকে নিয়ে বাইকের উপর চড়ে বসেন। বান্ধবীকে কোলে বসিয়েই বাইকও চালাতে শুরু করেন। তবে বাইক চালানোর সময় তাঁকে কোনও হেলমেট পরে থাকতে দেখা যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হেলমেট ছাড়া বাইক চালানো এবং অন্যের জীবন বিপন্ন করার অভিযোগে ওই তরুণের বিরুদ্ধে মামলাও রুজু করেছে পুলিশ।

‘সুনীল কুমার প্রেস’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ৩২ সেকেন্ডের ভিডিয়োটি ইতিমধ্যেই অনেক মানুষ দেখেছেন। বহু বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। রিল বানানোর কুফল নিয়েও কথা বলতে শোনা গিয়েছে অনেককে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘এদের মতো তরুণদের জন্যই এত দুর্ঘটনা ঘটে। পুলিশ ব্যবস্থা নিক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘রিল বানানোর জন্য মানুষ কী কী করতে পারে, তা এদের দেখেই বোঝা যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement