bizarre

একনাগাড়ে খেতে খেতে মৃত্যু! ‘মুকেবাং’ ভিডিয়োর নেশায় প্রাণ গেল ২৪ বছরের টিকটকারের

টিকটকে ‘মুকেবাং’ নামের বিশেষ এক ধরনের রিল তৈরির করতেন তুর্কির বাসিন্দা এফেকান কুলতুর। এত খাবার খেয়ে স্থূলতার শিকার হন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১৭:০৩
Share:

ছবি: সংগৃহীত।

খাবার দেখে লোভ সামলাতে পারতেন না। খেতেও পারতেন প্রচুর। খাবারের প্রতি ভালবাসাই তাঁকে টিকটকে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছিল। টিকটকে ‘মুকেবাং’ নামের বিশেষ এক ধরনের রিল তৈরির করতেন তুর্কির বাসিন্দা এফেকান কুলতুর। এত খাবার খেয়ে স্থূলতার শিকার হন তিনি। স্থূলতার সমস্যা এতটাই বেড়ে যায় যে গত তিন মাস ধরে হাসপাতালে ভর্তি থাকার পর মারা গেলেন তিনি। তুর্কির স‌ংবাদমাধ্যমে জানানো হয়েছে, জনপ্রিয় এই টিকটকারের মৃত্যুর কারণ ছিল স্থূলতা সম্পর্কিত সমস্যা। গত ৭ মার্চ মাত্র ২৪ বছর বয়সে তিনি মারা যান।

Advertisement

এই ধরনের ভিডিয়োয় প্রচুর পরিমাণে খাবার খাওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করে সমাজমাধ্যমে পোস্ট করা হয়। যেখানে দেখা যায় যে, উপস্থাপকেরা তাঁদের দর্শকদের সঙ্গে আলাপচারিতা করার সময় প্রচুর পরিমাণে খাবার খাচ্ছেন। এই ধরনের ভিডিয়ো প্রথমে দক্ষিণ কোরিয়ায় জনপ্রিয়তা অর্জন করেছিল। ধীরে ধীরে বিশ্বের অন্যান্য অংশের বিষয়স্রষ্টাদের মধ্যে এই ভিডিয়ো তৈরির প্রবণতা বৃদ্ধি পায়। অতিরিক্ত খাবার খাওয়ার ফলে অনেক সময়ই এঁরা বিপজ্জনক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন বলে মনে করা হয়।

স‌ংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, টিকটকার তাঁর ভিডিয়োগুলিতে প্রচুর পরিমাণে খাবার খেতেন। এর ফলে স্থূলতাজনিত স্বাস্থ্যগত জটিলতায় ভুগতেন। তিনি একা চলাফেরা করতেও পারতেন না। গত বছর তাঁর মা মারা যাওয়ার সময় তিনি শেষকৃত্যে যোগ দিতে পারেননি। হাসপাতালে ভর্তি হওয়ার আগে একটি ভিডিয়োয় দেখা গিয়েছিল, তিনি সাক্ষাৎকার দেওয়ার সময় চোখ বুজে শুয়ে রয়েছেন। এই নেটপ্রভাবীর মৃত্যুর ঘটনায় সে দেশের সরকার ১৬ বছরের কমবয়সিদের জন্য সমাজমাধ্যমের ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য আইন আনার কথা জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement