সেচখালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন তরুণী। সেই ঘটনা চোখে পড়ে যায় টহলরত দুই পুলিশের। কয়েকশো মিটার দৌড়ে জলে লাফ দিয়ে তরুণীকে উদ্ধার করলেন অতিরিক্ত উপ-পরিদর্শক মনোজ শর্মা এবং হেড কনস্টেবল কৃপা রাম। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডে হরিদ্বারের রুরকিতে। তরুণীকে উদ্ধারের ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। আনন্দবাজার ডট কমের হাতেও এসেছে ভিডিয়োটি।
ভাইরাল হওয়া দেড় মিনিটের সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী জলে লাফ দেওয়ার পর পুলিশ আধিকারিক ও কনস্টেবল রাস্তা দিয়ে দৌড়তে শুরু করেন। ঘাটের কাছে এসে জলে নেমে পড়েন এক জন। পুলিশকর্মীকে সাঁতার কেটে ডুবে যাওয়া মহিলার কাছে এগিয়ে যেতে দেখা যায়। পরে, তাঁর সহকর্মী এসে উদ্ধারে তাঁকে সাহায্য করেন। সংবাদমাধ্যমসূত্রে খবর, তরুণী স্নাতকোত্তরের ছাত্রী। মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। সে কারণে আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন।
অতিরিক্ত উপ-পরিদর্শক মনোজ শর্মা এবং হেড কনস্টেবল কৃপা রাম অজ্ঞান অবস্থায় তরুণীকে জল থেকে টেনে তোলেন। উদ্ধারকারীরাই তাঁকে জরুরি চিকিৎসা পরিষেবা প্রদান করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে তাঁর পেট থেকে জলও বার করে দেওয়া হয়। ভিডিয়ো দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা। কর্মীদের সাহসিকতার প্রশংসা করে পুলিশের পক্ষ থেকে তাদের এক্স হ্যান্ডলেও এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও পুলিশকর্মীদের এই তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।