ছবি: এক্স থেকে নেওয়া।
গতির লড়াই। শিকার ও শিকারি দু’জনেই অবিশ্বাস্য গতির জন্য পরিচিত। তবে এ ক্ষেত্রে শিকারির সংখ্যা শিকারের চেয়ে বেশি। বিশাল এক উটপাখিকে গতির লড়াইয়ে হারিয়ে দিল একপাল চিতা। পরাজয় স্বীকার করে শিকারির খাদ্যে পরিণত হল উটপাখিটি। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। এই ভাইরাল ভিডিয়োটি কখন এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছিল সে সম্পর্কেও নিশ্চিত তথ্য নেই।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একদল চিতা একটি বিশাল উটপাখির উপর ঝাঁপিয়ে পড়েছে। তিনটি চিতা মিলেও বিশাল উটপাখিকে কব্জা করতে পারছে না। বার বার ঝাঁপিয়ে পড়েও বাগে আনতে পারছে না শিকারকে। শেষে চিতারা কৌশল করে পাখিটির পা কামড়ে ধরে। উটপাখিটিও বাঁচার জন্য লড়াই শুরু করে দেয়। শুরু হয় প্রবল ঝটাপটি। দু’পক্ষের ভয়াবহ লড়াইয়ের দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োয়। শেষ পর্যন্ত শ্বাপদদের আক্রমণে পর্যুদস্ত হয় পাখিটি। চিতারা তাদের শিকারে সফল হয় বিশাল পাখিটিকে ধরাশায়ী করে ফেলে।
‘নেচার ইজ় ব্রুটাল’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সাড়ে ছ’লাখের বেশি নেটাগরিক ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে এক জন ব্যবহারকারী লিখেছেন, “পাখিটা কী বিশাল!’’ উটপাখির প্রতি সহানুভূতি প্রকাশ করে এক জন লিখেছেন “বেচারা প্রাণী। কেউ এটিকে বাঁচাতে পারেনি।”