Yuzvendra Chahal

Coronavirus: মাঝপথে আইপিএল বন্ধ, তবে যুজবেন্দ্র চহাল বিহ্বল অন্য কারণে

মা, বাবা করোনা আক্রান্ত, প্রিয় মানুষের থেকে দূরে থাকতে চাইছেন না চহাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৬:৪৪
Share:

পরিবারের সঙ্গে চহাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভালবাসার মানুষকে নিজের কাছে ধরে রাখার কথা বললেন যুজবেন্দ্র চহাল। বৃহস্পতিবার চহালপত্নী ধনশ্রী বর্মা জানিয়েছিলেন যে তাঁর শ্বশুর এবং শাশুড়ি করোনা আক্রান্ত। হাসপাতালে ভর্তি করতে হয়েছে চহালের বাবাকে। বাড়িতেই চিকিৎসা চলছে তাঁর মায়ের।

Advertisement

পরিবারের প্রিয় দু’জন মানুষ করোনা আক্রান্ত হয়ে পড়ায় বিচলিত চহাল। ইনস্টাগ্রামে তিনি একটি ছবি পোস্ট করেন। তাতে মা এবং বাবার সঙ্গে রয়েছেন চহালদম্পতি। চার জনের সেই ছবি পোস্ট করে চহাল লিখেছেন, ‘প্রিয়জনদের কাছে রাখুন’।

বৃহস্পতিবার ধনশ্রী নেটমাধ্যমেই জানিয়েছিলেন তাঁদের পরিবারে করোনা সংক্রমণের কথা। তিনি লেখেন, ‘আমার শ্বশুর এবং শাশুড়ি করোনা আক্রান্ত। একাধিক উপসর্গ রয়েছে তাদের। হাসপাতালে ভর্তি করতে হয়েছে শ্বশুরকে। বাড়িতেই চিকিৎসা চলছে শাশুড়ির। হাসপাতালে গিয়ে শোচনীয় অভিজ্ঞতা হল। সব রকম সুরক্ষা আমি নিয়েছি। সবাই সুস্থ থাকুন এবং পরিবারের যত্ন নিন’। ইংল্যান্ড সফরকারি দলে নেই চহাল। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর আর কোনও ম্যাচ খেলেননি তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement