Abhishek Bachchan

অভিষেকের কাছে বাবা-মা সবার আগে, আরাধ্যার জন্য ভবিষ্যতে কী ছেড়ে যেতে চান জুনিয়র বচ্চন?

‘‘আসলে পরিবারে যত ক্ষণ একটা প্রেমের, সহমর্মিতার পরিবেশ রয়েছে, তত ক্ষণ পর্যন্ত সব ভাল’’, কেন বললেন অভিষেক বচ্চন?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৪৭
Share:

আরাধ্যার জন্য কী করতে চান অভিষেক? ছবি: সংগৃহীত।

পারিবারিক আভিজাত্য পেয়েছেন জন্মসূত্রে। দাদু হরিবংশ রাই বচ্চন ছিলেন হিন্দি ভাষার খ্যাতনামী কবি, বাবা অমিতাভ বচ্চনের খ্যাতি গগনচুম্বী, মা জয়া বচ্চনও ছিলেন একদা জনপ্রিয় অভিনেত্রী। এমন একটা পরিবারে জন্মগ্রহণ করতে পেরে কৃতজ্ঞ অভিষেক বচ্চন। বিভিন্ন সময়ে সে কথা জানিয়েছেন অভিনেতা। সম্প্রতি অভিনয় জগতে ২৫ বছর পার করেছেন অভিষেক। মেয়ে আরাধ্যা বচ্চনের প্রজন্ম নিয়ে চিন্তায় থাকলেও মেয়ের জন্য কোন ঐতিহ্য ছেড়ে যেতে চান অভিষেক?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিষেককে জিজ্ঞেস করা হয়, তিনি ধার্মিক কি না। তাতে মাথা নেড়ে সম্মতি জানান তিনি। পাশাপাশি অভিনেতা বলেন, ‘‘আমার কাছে আমার বাবা-মা সবার আগে। তাঁরা আমার কাছে ঈশ্বরের সমতুল্য। আমি একেবারে পারিবারিক মানুষ। আমি যা কিছু করি, আমি আমার পরিবারের জন্য করি, তাঁদের কাছেই ফিরে যাই দিনের শেষে।" তিনি আরও জোর দিয়ে জানান, ঈশ্বরের সঙ্গে তাঁর সমীকরণ খুবই ব্যক্তিগত। কঠিন সময়ে তিনি তার পিতা-মাতার সমর্থন চান কি না, জানতে চাওয়া হলে অভিনেতা জানিয়েছেন, তার পরিবারের মতামত তার কাছে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘‘আসলে পরিবারে যত ক্ষণ একটা প্রেমের, সহমর্মিতার পরিবেশ রয়েছে, তত ক্ষণ পর্যন্ত সব ভাল।’’

তবে এই প্রসঙ্গে ঘুরে ফিরে এসেছে মেয়ে আরাধ্যার কথা। তিনি চান পারিবারিক সূত্রে যে ঐতিহ্য তাঁরা পেয়েছেন, তা যেন মেয়ে আরাধ্যা ধরে রাখতে পারে। অভিষেক সৃজনশীল শৈল্পিক কর্মের বাইরে বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যুক্ত, সেটা খেলাধুলো হোক কিংবা ব্যবসা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement