leicester city

FA Cup: প্রথম বারের জন্য এফএ কাপ জিতল লেস্টার, ইতিহাস বাংলাদেশী ফুটবলার হামজা চৌধুরীর

বাংলাদেশের বংশোদ্ভূত হামজাও প্রথম বার এফএ কাপ জিতলেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ১৬:১৩
Share:

ট্রফি হাতে জেমি ভার্ডি। ছবি: টুইটার থেকে

ওয়েম্বলির মাঠে এফএ কাপ ফাইনাল দেখার জন্য মাঠে হাজির ছিলেন ২১ হাজার দর্শক। তাঁদের সামনেই ইতিহাস গড়ল লেস্টার সিটি। প্রথম বারের জন্য এই প্রতিযোগিতা জিতল তারা। চেলসির বিরুদ্ধে শনিবার ১-০ গোলে জয় পায় লেস্টার।

Advertisement

করোনা আবহেই মাঠে ২১ হাজার দর্শক। এই অতিমারির সময় যা সব থেকে বেশি। তাঁদের চিৎকার যেন ফিরিয়ে এনেছিল পুরনো আনন্দ। ৬৩ মিনিটের মাথায় ইউরি তিলেমানসের দূরপাল্লার শটে গোলের পর দর্শকের চিৎকারই বুঝিয়ে দিচ্ছিল সেটা। ম্যাচের এক মাত্র গোল ওটাই। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে নামার আগে এফএ কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল চেলসির সামনে। তা পারল না তারা।

লেস্টারের দলে ছিলেন হামজা চৌধুরী। তিনি বাংলাদেশের বংশোদ্ভূত ইংরেজ ফুটবলার। প্রথম বারের জন্য এমন ঘটল। কাপ জিতে সতীর্থ ওয়েজলি ফোফনার সঙ্গে প্যালেস্তাইনের পতাকা নিয়ে ছবি তোলেন হামজা। ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্যালেস্তাইনের প্রতি নিজেদের সমর্থন জানানোর জন্যই এমনটা করেছেন তাঁরা।

Advertisement

কাপ জিতে সতীর্থ ওয়েজলি ফোফনার সঙ্গে প্যালেস্তাইনের পতাকা নিয়ে হামজা। ছবি: টুইটার থেকে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement