IIT Kharagpur Admission 2025

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে কোর্স করতে চান? আইআইটি খড়্গপুরে শুরু ভর্তি প্রক্রিয়া

স্নাতকোত্তরের এই ডিগ্রি কোর্সটি ১৯৮২ সাল থেকে চালু হলেও তখন সেটি এমটেক প্রোগ্রাম ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নামে পরিচিত ছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১৭:৫২
Share:

আইআইটি খড়্গপুর। সংগৃহীত ছবি।

রাজ্যের নামী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুরে স্নাতকোত্তরের একটি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রতি বিজ্ঞপ্তির মাধ্যমে এমনটাই জানানো হয়েছে ওই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের তরফে। বলা হয়েছে, সমসাময়িক ব্যবসায়িক ক্ষেত্রের চাহিদা বুঝে প্রতিষ্ঠানের তরফে এই কোর্স করানো হবে। এর জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে।

Advertisement

যে কোনও সংস্থায় কর্মী নিয়োগ, তাঁদের প্রশিক্ষণ থেকে শুরু করে বেতন কাঠামো স্থির করা— যাবতীয় গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বে থাকেন হিউম্যান রিসোর্স ম্যানেজার বা হিউম্যান রিসোর্স পার্সন। আর তার জন্যই আইআইটি খড়্গপুরের হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্স বিভাগের তরফে আয়োজন করা হয় ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট’-এর এই কোর্স। স্নাতকোত্তরের এই ডিগ্রি কোর্সটি ১৯৮২ সাল থেকে চালু হলেও তখন তা এমটেক প্রোগ্রাম ইন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট নামে পরিচিত ছিল। কোর্সটির নাম পরিবর্তন করা হয় ২০১০ সাল থেকে।

কোর্সের মেয়াদ দু’বছর— যা চারটি সিমেস্টারে ভাগ করা হয়েছে। কোর্সে ভর্তি এবং টিউশন ফি-র পরিমাণ মোট ৫,০০,০০০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণিভুক্তরা টিউশন ফি-র ক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন। কোর্সের মোট আসনসংখ্যা ৬০।

Advertisement

কোর্সে ভর্তির আবেদন করতে পারবেন ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি/ ফার্মাসি/ মেডিসিনে চার বছরের স্নাতক বা অন্যান্য বিষয়ে স্নাতকোত্তর উত্তীর্ণরা। উভয় ক্ষেত্রেই ন্যূনতম নম্বর থাকতে হবে ৬০ শতাংশ। এ ছাড়াও যোগ্যতার অন্যান্য মাপকাঠির কথা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

সংশ্লিষ্ট কোর্সে কমন অ্যাডমিশন টেস্ট (ক্যাট)-এ প্রাপ্ত নম্বর, শিক্ষাগত যোগ্যতা, এবং অনলাইন বা অফলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে।

আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমস্ত নথি-সহ কোর্সে ভর্তির আবেদন করতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এই বিষয়ে সবিস্তার জানতে আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement