অন্তর্ধানের ৮০ বছর পরও তাঁকে নিয়ে কৌতূহল, বিতর্কের শেষ নেই। সুভাষচন্দ্র বসু। অস্ট্রীয় তরুণী এমিলি শেঙ্কেলের সঙ্গে কী ভাবে আলাপ বাঙালি বিপ্লবীর? কী ভাবে গাঢ় হল প্রেম? আনন্দবাজার অনলাইনে এক বিপ্লবীর প্রেমের গল্প।