নিজেকে রেখেই সেরা একাদশ গড়েছেন বাটলার ছবি: টুইটার থেকে
আইপিএল খেলা ক্রিকেটারদের নিয়ে সেরা একাদশ বেছে নিলেন ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলার। দলে অস্ট্রেলিয়ার কোনও ক্রিকেটার নেই। এমনকি নিজের দেশের অন্যতম সেরা অলরাউন্ডার বেন স্টোকসকেও রাখলেন না দলে। পেসার হিসেবে সতীর্থ জফ্রা আর্চারও নেই দলে।
নিজেকে রেখেই সেরা একাদশ গড়েছেন বাটলার। ওপেনার হিসেবে রোহিত শর্মাকে সঙ্গী করে নামবেন তিনি। বিরাট কোহলী নিজের দলে ওপেনার হিসেবে খেলতে পছন্দ করলেও বাটলার তাঁকে ৩ নম্বরেই চাইছেন। চার নম্বরে অবশ্যই কোহলীর আইপিএল দলের সতীর্থ এবি ডিভিলিয়ার্স। পাঁচ নম্বরে বাটলারের পছন্দ মহেন্দ্র সিংহ ধোনি। নিজে উইকেটরক্ষক হলেও দলে ধোনিকে রেখেছেন বাটলার। তবে তিনিই অধিনায়ক কি না সেটা বলেননি ইংরেজ উইকেটরক্ষক।
অলরাউন্ডার হিসেবে দলে রেখেছেন কায়রন পোলার্ড এবং রবীন্দ্র জাদেজাকে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ে ২ জনেই যে কোনও দলের জন্য সম্পদ হয়ে উঠতে পারেন। তাঁদের বাদ দিতে চাননি বাটলারও। চমক রয়েছে বোলিং বিভাগে। স্পিনার হিসেবে হরভজন সিংহকে দলে রাখতে চান বাটলার। মুম্বই ইন্ডিয়ান্সে খেলার সময় যেমন ছন্দে ছিলেন, বাটলার তাঁকে সেই ছন্দেই দলে চাইছেন। পেসারদের মধ্যে রয়েছেন ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরা এবং লাসিথ মালিঙ্গা। বাটলার বলেন, “খুব কঠিন ছিল এই দল বেছে নেওয়া। এক জায়গার জন্য দাবিদার ৪-৫ জন। সেখান থেকে সেরাদেরই বেছে নেওয়ার চেষ্টা করেছি।”