রোহিত শর্মা। — ফাইল চিত্র।
গোটা প্রতিযোগিতা জুড়ে বিরাট কোহলির খারাপ ফর্ম চলেছে। বলার মতো রান পাননি শিবম দুবেও। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে কোনও বদল আনল না ভারত। সেমিফাইনাল ম্যাচের প্রথম একাদশই রেখে দেওয়া হল। গত কয়েকটি ম্যাচে একই দল খেলিয়ে যাচ্ছে ভারত।
টসে জিতেই রোহিত শর্মা জানিয়ে দিলেন, তাঁরা একই প্রথম একাদশ রেখে দিয়েছেন। অর্থাৎ কোহলির সঙ্গে রোহিতকেই ওপেন করতে দেখা যাবে। মিডল অর্ডারে নামবেন শিবম। বোলিং বিভাগেও তিন স্পিনারেই নামছে ভারত।
টস জিতে রোহিত বলেন, “পিচটা দেখে ভালই মনে হচ্ছে। এই মাঠে একটা ম্যাচ খেলেছি। রানও ভালই উঠেছিল। দলের প্রত্যেকে নিজেদের ভূমিকার ব্যাপারে ভাল ভাবে জানে। জানি ফাইনালের মতো একটা বড় ম্যাচে খেলতে নামছি। কিন্তু নিজেদের শান্ত রাখা দরকার। শক্তিশালী দলের বিরুদ্ধে আর একটা আন্তর্জাতিক ম্যাচ হিসাবেই দেখছি এটাকে।”
রোহিত আরও বলেন, “দক্ষিণ আফ্রিকা দারুণ ক্রিকেট খেলে ফাইনালে উঠেছে। আমরাও ভাল খেলেছে। দুটো ভাল দলের বিরুদ্ধে একটা উপভোগ্য লড়াই হতে চলেছে এটুকু বলতে পারি। এক-একটা ম্যাচে এক-একজন এগিয়ে এসে দায়িত্ব নিয়েছে। ফাইনালেও সেটাই আশা করছি আমরা।”