রশিদ খান। —ফাইল চিত্র।
বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে আফগানিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে তারা। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই অবশ্য শাস্তি পেতে হয়েছে আফগান অধিনায়ক রশিদ খানকে।
সুপার ৮-এ নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তানের ইনিংসের ২০তম ওভারে সতীর্থের দিকে ব্যাট ছোড়েন রশিদ। সেই কারণে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। পয়েন্ট কেটে নেওয়া হয়েছে তাঁর।
আইসিসি একটি বিবৃতিতে জানিয়েছে, রশিদ আইসিসি কোড অফ কনডাক্টের ২.৯ ধারা ভেঙেছেন। এই ধারায় বলা রয়েছে, কোনও ক্রিকেটারের দিকে ব্যাট, বল বা অন্য কোনও জিনিস যদি এমন ভাবে ছোড়া হয় যে তাতে সেই ক্রিকেটার চোট পেতে পারেন, তা হলে তাকে অপরাধ হিসাবে ধরা হবে। সেই কারণে, রশিদের ১ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে।
পয়েন্ট কেটে নেওয়া ছাড়া অবশ্য বড় কোনও শাস্তি পাননি রশিদ। কারণ, ২৪ মাসে প্রথম বার শাস্তি পেয়েছেন রশিদ। তাই সেমিফাইনালে খেলতে কোনও সমস্যা হবে না তাঁর। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেমিফাইনালে নামবে আফগানিস্তান। ভারতীয় সময় সকাল ৬টা থেকে শুরু হবে খেলা।