Bayern Munich

রবার্ট লেওয়নডস্কির হ্যাটট্রিক, পিছিয়ে থেকেও ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় পেল বায়ার্ন

রবার্ট লেওয়নডস্কির হ্যাটট্রিকের ফলে বুন্দেশ লিগার ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পেল বায়ার্ন মিউনিখ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০২১ ১২:৩৫
Share:

ছবি টুইটার

রবার্ট লেওয়নডস্কির হ্যাটট্রিকের ফলে বুন্দেশ লিগার ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে ৪-২ গোলে জয় পেল বায়ার্ন মিউনিখ। তবে প্রথমেই পিছিয়ে পড়েছিল বায়ার্ন। দুটি গোল করেন হাল্যান্ড। ম্যাচের ৯ মিনিটেই দুগোলের ব্যবধান গড়ে ফেলে ডর্টমুন্ড। ২৬ মিনিটে ব্যবধান কমান লেওয়নডস্কি, প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দলকে সমতাও এনে দেন তিনি। পেনাল্টির মাধ্যমে। দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন লেয়ন গোরেৎজকা। ম্যাচের বয়স তখন ৮৮ মিনিট। এরপর ম্যাচের শেষ মিনিটে হ্যাটট্রিক করেন লেওয়নডস্কি।

Advertisement

এই জয়ের ফলে এক নম্বরে থাকল বায়ার্ন। অন্যদিকে ব্রিস্টের বিরুদ্ধে ফ্রেঞ্চ কাপের দ্বিতীয় পর্বের ম্যাচে ৩-০ গোলে জয় পেল প্যারিস সঁ জঁ। কিলিয়ান এমবাপে করেন দুটি গোল। আর অপর গোলটি পাবলো সারাবিয়ায়। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোলে এগিয়ে যায় তারা।

লাজিওকে ৩-১ গোলে উড়িয়ে দিল জুভেন্টাস। আলভারো মোরাতা করেন দুই গোল। তবে শুরুতে পিছিয়ে পড়েছিল তারা। ডিফেন্সের ভুলে গোল হজম করতে হয় জুভেন্টাসকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোহীন জুভেন্টাসকে সমতায় ফেরান আদ্রিয়ান র‍্যাবিয়ট। এরপর দুটি গোল করেন মোরাতা।

Advertisement

জর্ডি আলবা ও মোরিবার গোলে ওসাসুনার বিরুদ্ধে লা লিগায় ২-০ গোলে জয় পেল বার্সেলোনা। ২৬ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে থাকল তারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement