খালিদ জামিল ছবি টুইটার
শেষ মুহুর্তের গোলে প্লে অফের প্রথম পর্বের ম্যাচে সমতা ফিরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নর্থ ইস্ট ইউনাইটেড কোচ খালিদ জামিল। প্লে অফের প্রথম পর্বের প্রথমার্ধে গোল খেতে হলেও ম্যাচের সংযুক্তি সময়ে নর্থ ইস্টকে সমতায় ফেরান ইদ্রিসা সিলা। তবে দ্বিতীয় পর্বের ম্যাচে ৯০ মিনিট মনঃসংযোগ ধরে রেখে খেলাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন খালিদ। ম্যাচ শেষ হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শুরুতে গোল করা নিয়ে ভাবি না। তবে গোটা ম্যাচে আমাদের সতর্ক থাকতে হবে। দ্বিতীয় পর্বের ম্যাচে আরও শক্তিশালী ফুটবল খেলতে হবে।’’
খালিদ আরও বলেন, ‘‘এই পয়েন্টটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমরা পরের ম্যাচ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছি। দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে দল। এটা ফুটবলারদের পরিশ্রমের ফসল। ব্রিটো, সিলা, মাচাডো, এমনকী গালেগোও খুবই ভাল খেলেছে। এই ম্যাচ ড্র রাখতে পেরে আমরা খুশি। বিশেষ করে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর এটিকে মোহনবাগানের মতো দলের বিরুদ্ধে সমতা ফেরান খুব গুরুত্বপূর্ণ। ওদের রক্ষণ দারুণ শক্তিশালী। তাই গোল করাও সহজ নয়। তবুও আমরা গোল করতে পেরেছি।’’
শনিবার চোটের কারণে দেশঁ ব্রাউন খেলতে পারেননি। পরের ম্যাচে সুস্থ থাকলে তিনি খেলবেন বলে জানান খালিদ। শেষ মুহূর্তে ত্রাতা হয়ে ওঠা ইদ্রিসা সিলাকে প্রশংসায় ভরিয়ে দেন নর্থ ইস্টকে প্লে অফে তোলা ভারতীয় কোচ। তিনি বলেন, ‘‘সিলা খুব শান্ত ও ঠাণ্ডা মাথার ছেলে। কখনও চাপ নেয় না। দলের জন্য খেলে। খুব পরিশ্রম করে। ও আমাদের দলের অন্যতম সেরা স্ট্রাইকার।’’