ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী হাবাস ও উইলিয়ামস ছবি টুইটার
প্রায় জেতা ম্যাচ ড্র করতে হওয়ায় একেবারেই খুশি নন আন্তনিয়ো লোপেজ হাবাস। তবে হতাশ নন তিনি। এটিকে মোহনবাগান কোচ মনে করেন ফাইনালে ওঠার সম্ভাবনা তাঁদের বেশি। শনিবারের ম্যাচে এটিকে মোহনবাগানের দাপট বেশি ছিল। তাই দলের খেলায় খুশি হাবাস। তিনি বলেন, ‘‘নর্থ ইস্ট সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি। কয়েকটা ফ্রিকিক আর লং বল ছাড়া। তাই দ্বিতীয় পর্বের ম্যাচ জেতার সুযোগ রয়েছে আমাদের কাছে।’’
হাবাস আরও বলেন, ‘‘এখানে দুই পর্বে সেমিফাইনাল হয়। তাই ৪-০ গোলে জয় পেলে সেটা নিরাপদ হত। তবে এতবড় ব্যবধানে কেউ জিতেছে বলে মনে পড়ছে না।’’
শনিবার এটিকে মোহনবাগান দলে ছিলেন না একাধিক নিয়মিত ফুটবলার। তারপরও ড্র করায় ফুটবলারদের কৃতিত্ব দিচ্ছেন আইএসএলের সবচেয়ে সফল কোচ। তিনি বলেন, ‘‘আমাদের দলে তিরি, সন্দেশ, এদু গার্সিয়া ছিল না। তবুও ওরা সেভাবে গোলের কাছাকাছি যেতে পারেনি। তাই আমার মনে হয় না কোনও সমস্যা আছে।’’
এটিকে মোহনবাগান কোচের দাবি ম্যাচের ৭৫ মিনিট তাঁরা ভাল ফুটবল খেলেছেন। তিনি বলেন, ‘‘আমরা ৭৫ মিনিটের পর থেকে বেশ কিছু ফাউল, ফ্রিকিক ওদের দিয়েছি। কিন্তু সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি ওরা।’’
প্রথম সেমিফাইনালে জয় না পেলেও দ্বিতীয় সেমিফাইনালে জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী হাবাস। তিনি বলেন, ‘‘সেমিফাইনালে প্রথম পর্বের ম্যাচে জিততেই হবে এমন কোনও মানে নেই। ৩-০ গোলে এগিয়ে থেকেও ফাইনালে উঠতে পারেনি, এমনটাও আমি দেখেছি। মনে রাখবেন আমাদের তাগিদটাই সবচেয়ে বেশি।’’
মনোঃসংযোগের অভাবেই গোল খেতে হয়েছে, এমনটাই মনে করেন এটিকে মোহনবাগানের গোলদাতা ডেভিড উইলিয়ামস। তিনি বলেন, ‘‘আমরা ছন্দে থাকলেও নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচটা ভাল খেলতে পারিনি। আমাদের এটা জেতা উচিত ছিল। শেষ মুহূর্তে মনোঃসংযোগের অভাবেই ভুল হয়ে যায়। অবশ্যই হতাশ। তবে পরের পর্বের ম্যাচে আমরা জিতেই ফাইনালে উঠব ও চ্যাম্পিয়নও হব। আমাদের দল খুব ভাল আর আমরাও ভাল খেলছি। তাই সমস্যা হবে না।’’