Kho Kho World Cup 2025

ভারতে আয়োজিত বিশ্বকাপে নেই পাকিস্তান, এ দেশে আসার অনুমতি পেলেন না খেলোয়াড়েরা

ভারতে আয়োজিত খো খো বিশ্বকাপে খেলতে পারছে না পাকিস্তান। ভারতে আসার অনুমতি পায়নি তারা। ভারতের বিদেশমন্ত্রক পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা না দেওয়ায় তারা এই দেশে আসতে পারছে না।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৫ ১৮:২৮
Share:

খো খো বিশ্বকাপ ট্রফির সঙ্গে প্রতিযোগিতার দুই ম্যাসকট তেজস (বাঁ দিকে) ও তারা। ছবি: সমাজমাধ্যম।

কয়েক দিন আগেই ক্রিকেট নিয়ে সংঘাত হয়েছে ভারত ও পাকিস্তানের। শেষ পর্যন্ত হাইব্রিড মডেল-এ তার সুরাহা হয়েছে। পাশাপাশি এ কথাও স্পষ্ট হয়ে গিয়েছে যে, আপাতত ২০২৭ সাল পর্যন্ত ভারত ও পাকিস্তান একে অপরের দেশে খেলতে যাবে না। এ বার আরও একটি খেলায় সেই ছবি দেখা গেল। ভারতে আয়োজিত খো খো বিশ্বকাপে খেলতে পারছে না পাকিস্তান। ভারতে আসার অনুমতি পায়নি তারা। ভারতের বিদেশমন্ত্রক পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা না দেওয়ায় তারা এই দেশে আসতে পারছে না।

Advertisement

১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে হবে খো খো বিশ্বকাপ। সেখানে খেলার কথা ছিল পাকিস্তানের। তারা ভিসার আবেদনও করেছিল। কিন্তু তা মঞ্জুর হয়নি। ভারতীয় খো খো সংস্থার সভাপতি তথা বিজেপি নেতা সুধাংশু মিত্তল বলেন, “পাকিস্তান দল এখনও ভিসার অপেক্ষা করছে।” খো খো বিশ্বকাপের সিওও গীতা সুদান বলেন, “আমরা যখন সূচি তৈরি করেছিলাম তখন পাকিস্তানকে রাখা হয়েছিল। কিন্তু বিদেশমন্ত্রক ওদের ভিসা দেয়নি। সেটা তো আমাদের হাতে নেই। মনে হচ্ছে না ওরা খেলতে আসতে পারবে।”

পাকিস্তান খো খো সংস্থা এখনও এই বিষয়ে কিছু জানায়নি। তবে প্রতিযোগিতা শুরু হতে আর পাঁচ দিন বাকি। তার মধ্যে তাদের ভিসা পাওয়ার কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ, এ কথা বলাই যেতে পারে যে পাকিস্তানকে ছাড়াই খো খো বিশ্বকাপ হবে ভারতে। গ্রুপ পর্যায়ে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু যা পরিস্থিতি তাতে সেই ম্যাচ হয়তো হবে না।

Advertisement

পুরুষদের প্রতিযোগিতায় প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে খেলবে ভারত। ১৭ জানুয়ারি থেকে শুরু প্লে-অফ। ১৯ জানুয়ারি হবে ফাইনাল। মহিলাদের প্রতিযোগিতার প্রথম ম্যাচ হবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। মহিলাদের ক্ষেত্রেও ১৭ জানুয়ারি থেকে প্লে-অফ শুরু। ফাইনাল হবে ১৯ জানুয়ারি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement