(বাঁ দিক থেকে) ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর, বিরাট কোহলি, কোচ গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। —ফাইল চিত্র।
ময়নাতদন্তে ব্যস্ত ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ায় হারের দায় কার? কেন এত খারাপ খেলল দল? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে বিসিসিআই। কাঠগড়ায় বিরাট কোহলি, রোহিত শর্মা ও গৌতম গম্ভীর। তাঁদের ভবিষ্যৎ কী? বোর্ডের সিদ্ধান্তের উপরেই সব কিছু নির্ভর করছে।
অস্ট্রেলিয়া সিরিজ়ে ব্যাট হাতে ব্যর্থ কোহলি ও রোহিত। ন’টি ইনিংসে ১৯০ রান করেছেন কোহলি। তার মধ্যে পার্থে দ্বিতীয় ইনিংসে ১০০ রান রয়েছে। অর্থাৎ, বাকি আটটি ইনিংসে মাত্র ৯০ রান করেছেন তিনি। রোহিতের অবস্থা আরও খারাপ। পাঁচটি ইনিংসে মাত্র ৩১ রান করেছেন তিনি। সিডনিতে শেষ টেস্টে দলের বাইরে থাকতে হয়েছে অধিনায়ককে। দায় এড়াতে পারছেন না কোচ গম্ভীরও। নিশানায় তাঁর বেছে নেওয়া সাপোর্ট স্টাফেরাও। এই সকলের পারফরম্যান্সের কাটাছেঁড়া করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ময়নাতদন্ত হলেও অবশ্য এখনই তিন জনের কেউ কোনও শাস্তি পাবেন না বলে জানা গিয়েছে। বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, একটি সিরিজ়ের খেলা বিচার করে কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না বিসিসিআই। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আধিকারিক বলেন, “আলোচনা চলছে। কিন্তু একটা সিরিজ়ে খারাপ খেলায় কোচকে বরখাস্ত করা যায় না। রোহিত, কোহলিও দীর্ঘ দিন ভারতীয় ক্রিকেটকে টেনেছে। তাই ওদের কারও শাস্তি হবে না। ইংল্যান্ড সিরিজ়েও ওরা খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ওদের খেলার কথা।”
সিডনিতে হারের পর রোহিত, কোহলির ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে চাননি কোচ গম্ভীর। তাঁদের উপরেই সিদ্ধান্ত চাপিয়েছেন। পাশাপাশি দুই ক্রিকেটারের রানের খিদের কথাও বলেছেন তিনি। গম্ভীর বলেন, “আমি কোনও ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারব না। ওরাই ঠিক করবে যে ওরা কী করতে চায়। এটুকু বলতে পারি যে, এখনও ওদের রানের খিদে রয়েছে। ক্রিকেটের প্রতি আবেগ রয়েছে।” সিডনিতে টেস্ট চলাকালীন রোহিতও স্পষ্ট করে দিয়েছেন যে, ব্যাটে রান নেই বলেই তিনি একটি টেস্টে বাইরে বসেছেন। এখনই অবসরের কোনও ভাবনা তাঁর নেই।
জানুয়ারি মাসেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও এক দিনের সিরিজ় খেলবে ভারত। তার পর ফেব্রুয়ারিতে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দু’টি সিরিজ়েই রোহিত, কোহলি খেলেন কি না সে দিকে নজর রয়েছে ক্রিকেটবিশ্বের। এখন দেখার, দল নির্বাচনের ক্ষেত্রে বোর্ড ও নির্বাচকেরা কী সিদ্ধান্ত নেন।