তাপমাত্রা কমলেও রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস দিল না আবহাওয়া দফতর। —নিজস্ব চিত্র।
এক ধাক্কায় সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি কমল কলকাতায়। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার তা কমে হয় ১৩.৬। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই সময় সর্বনিম্ন তাপমাত্রা যদি ১২-১৩ ডিগ্রির কাছাকাছি থাকে, তবে তাকে স্বাভাবিকই বলা যায়। পারদপতন হলেও জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুব একটা নেই বলে জানানো হয়েছে। বরং দক্ষিণবঙ্গে শীতের পথে কাঁটা বিছোতে পারে পশ্চিমি ঝঞ্ঝা।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রায় বড় হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আপাতত কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ এবং ১৩ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। আগামী সপ্তাহের শুরুতে সামান্য বাড়তে পারে তাপমাত্রা। নেপথ্যে নতুন একটি পশ্চিমি ঝঞ্ঝা। পৌষ সংক্রান্তির আগে ১০ জানুয়ারি উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে পশ্চিমি ঝঞ্ঝা। ফলে উত্তুরে হাওয়ার পথে বাধা সৃষ্টি হতে পারে।
সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায়। উত্তর এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত পরিষ্কার থাকবে। দক্ষিণবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।