Khel Ratna Award

অবশেষে খেলরত্ন মনু ভাকরকে, পুরস্কার পাবেন আরও তিন জন, ৩২ জন পাবেন অর্জুন পুরস্কার

অবশেষে ঘোষণা করা হল যে, অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুকে খেলরত্ন দেবে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে হকি অধিনায়ক হরমনপ্রীত সিংহ, দাবাড়ু ডি গুকেশ এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারও খেলরত্ন পাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ১৫:৪২
Share:

প্যারিস অলিম্পিক্সে জোড়া পদক জয়ের পর মনু ভাকর। —ফাইল চিত্র।

খেলরত্ন পাচ্ছেন মনু ভাকর, যে পুরস্কার তিনি পাবেন কি না তা নিয়েই বিতর্ক তৈরি হয়ে গিয়েছিল। ক্ষোভ জানিয়েছিলেন মনুর বাবা। অবশেষে ঘোষণা করা হল যে, অলিম্পিক্সে জোড়া পদকজয়ী মনুকে খেলরত্ন দেবে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে হকি অধিনায়ক হরমনপ্রীত সিংহ, দাবাড়ু ডি গুকেশ এবং প্যারা অ্যাথলিট প্রবীণ কুমারও খেলরত্ন পাবেন।

Advertisement

গত বছর প্যারিস অলিম্পিক্সে জোড়া ব্রোঞ্জ পেয়েছিলেন মনু। ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার পিস্তলে পদক পেয়েছিলেন তিনি। ভারতের প্রথম ক্রীড়াবিদ হিসাবে একই অলিম্পিক্স থেকে দু’টি পদক পেয়েছিলেন মনু। কিন্তু তিনি খেলরত্ন পাবেন কি না তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

ভারতের ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে বড় পুরস্কার খেলরত্ন। প্রতি বছর দেশের সেরা ক্রীড়াবিদকে এই পুরস্কার দেওয়া হয়। এ বার মনু দেশকে যা সম্মান এনে দিয়েছেন, তাতে এই পদকের যোগ্য তিনি। কিন্তু জানা গিয়েছিল, খেলরত্নের যে প্রাথমিক তালিকা রয়েছে তাতে মনুর নাম নেই। তার পরেই শুরু হয়েছিল বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছিলেন, মনুর মতো সফল খেলোয়াড়ের নাম কেন তালিকায় থাকবে না।

Advertisement

তালিকায় কন্যার নাম না-দেখে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককে নিশানা করেছিলেন তাঁর পিতা রামকিষেণ। তিনি বলেছিলেন, “শুটিংয়ের মতো খেলায় ওকে দিয়ে ভুল করেছি। ওকে ক্রিকেটার তৈরি করা উচিত ছিল। তা হলে সব পুরস্কার, সব সম্মান ও পেত। একটা অলিম্পিক্সে মনু জোড়া পদক জিতেছে। ভারতে আর কার এই কীর্তি আছে? দেশের জন্য আমার সন্তান আর কী করবে? সরকারের উচিত ওর কীর্তিকে সম্মান জানানো।” রামকিষেণ জানিয়েছিলেন, তিনি মনুর সঙ্গে কথা বলেছেন। এই ঘটনায় শুটার খুব দুঃখ পেয়েছেন। রামকিষেণ বলেছিলেন, “মনু বলেছে, ও নাম জমা দিয়েছিল। যদি সেটাই সত্যি হয়, তা হলে কমিটির উচিত ছিল ওর নাম নিয়ে ভাবা। শুটিং সংস্থারও উচিত মন্ত্রকের সঙ্গে কথা বলা। আমি মনুর সঙ্গে কথা বলেছি। ও আমাকে বলেছে, ‘আমার অলিম্পিক্সে যাওয়াই উচিত ছিল না। দেশের হয়ে পদক জেতাও উচিত ছিল না। সত্যি বলতে, আমার ক্রীড়াবিদ হওয়াও উচিত ছিল না।’”

সমাজমাধ্যমে মনু যদিও অন্য কথা বলেছিলেন। তিনি লিখেছিলেন, “ক্রীড়াবিদ হিসাবে আমার কাজ দেশের হয়ে পদক জেতা। পুরস্কার পেতে ভাল লাগে। পুরস্কার পেলে আরও আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু ওটাই একমাত্র লক্ষ্য নয়। হতে পারে নাম জমা দেওয়ার সময় আমিই কিছু ভুল করেছিলাম। সেটা ঠিক করার কাজ চলছে। আমি পুরস্কার পাই, আর না-পাই, দেশের হয়ে পদক জেতার চেষ্টা চালিয়ে যাব। দয়া করে এই বিষয়ে বিতর্ক আর বাড়াবেন না।”

শেষ পর্যন্ত মনুর নাম ঘোষণা করল কেন্দ্র। সেই সঙ্গে সদ্য বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয়ী গুকেশের নামও ঘোষণা করা হয়েছে। হরমনপ্রীতের নেতৃত্বে ভারত হকিতে ব্রোঞ্জ জিতেছে অলিম্পিক্সে। তাঁকেও খেলরত্ন দেওয়া হবে। সেই সঙ্গে প্যারালিম্পিক্সে টি৬৪ হাই জাম্পে সোনাজয়ী প্রবীণকেও এই পুরস্কার দেওয়া হবে।

অর্জুন পুরস্কার পাবেন জ্যোতি ইয়ারাঞ্জি (অ্যাথলেটিক্স), অন্নু রানি (অ্যাথলেটিক্স), নিতু (বক্সিং), স্বাতী (বক্সিং), বন্তিকা আগরওয়াল (দাবা), সালিমা তেতে (হকি), অভিষেক (হকি), সঞ্জয় (হকি), জরমনপ্রীত সিংহ (হকি), সুখজিত সিংহ (হকি), স্বপ্ননীল সুরেশ কুসালে (শুটিং), সরবজিত সিংহ (শুটিং), অভয় সিংহ (স্কোয়াশ), স্বজন প্রকাশ (সাঁতার), আমন (কুস্তি), রাকেশ কুমার (প্যারা অ্যাথলেটিক্স), প্রীতি পাল (প্যারা অ্যাথলেটিক্স), জীবঞ্জি দীপ্তি (প্যারা অ্যাথলেটিক্স), অজিত সিংহ (প্যারা অ্যাথলেটিক্স), সচিন খিলাড়ি (প্যারা অ্যাথলেটিক্স), ধর্মবীর (প্যারা অ্যাথলেটিক্স), প্রণব সুরমা (প্যারা অ্যাথলেটিক্স), হোকাটো সেমা (প্যারা অ্যাথলেটিক্স), সিমরন (প্যারা অ্যাথলেটিক্স), নবদীপ (প্যারা অ্যাথলেটিক্স), নিতেশ কুমার (প্যারা ব্যাডমিন্টন), তুলসীমতী মুরুগেসন (প্যারা ব্যাডমিন্টন), নিত্য সুমাতি সিভন (প্যারা ব্যাডমিন্টন), মনিশা রামাদাস (প্যারা ব্যাডমিন্টন), কপিল পারমার (প্যারা জুডো), মোনা আগরওয়াল (প্যারা শুটিং) এবং রুবিনা ফ্রান্সিস (প্যারা শুটিং)।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement