New Bengali Movie

নায়িকা খুনে নয়া মোড়! খুনি কে? রহস্য ছড়িয়ে ‘মহরৎ’ ছবির লুক প্রকাশ্যে

নবাগত মীরের সঙ্গে জুটি বাঁধলেন ঋত্বিকা সেন। রহস্য-রোমাঞ্চ ছবির চরিত্রদের সাজ প্রথম প্রকাশিত আনন্দবাজার অনলাইনে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ০০:০১
Share:

‘মহরৎ’ ছবিতে ঋত্বিকা সেন। ছবি: সংগৃহীত।

টলিউডে ফের নতুন জুটি। অনেক দিন পরে বড় পর্দায় ঘর ওয়াপসি ঋত্বিকা সেনের। অপর্ণা সেনের ‘আরশিনগর’ ছবির নায়িকার বিপরীতে নবাগত মীর। আতিউল ইসলামের পরিচালনায় টানটান রহস্য-রোমাঞ্চ ছবি ‘মহরৎ’। অন্যান্য চরিত্রে দেবলীনা দত্ত, বিশ্বরূপ বিশ্বাস, রজতাভ দত্ত, দেবরাজ ভট্টাচার্য, হৃষি রাজ প্রমুখ। চরিত্রদের সাজ প্রথম প্রকাশিত আনন্দবাজার অনলাইনের পাতায়।

Advertisement

দেবলীনা দত্ত এবং নবাগত মীর। ছবি: সংগৃহীত।

ছবির মধ্যে ছবি। কলকাতা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শুটিং স্থল। শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় শহরের নামকরা অভিনেত্রী অপর্ণা মুখোপাধ্যায়কে। তাঁর প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায় নামকরা চিত্র পরিচালক। বিচ্ছেদের তিন বছর পরে শুটিং ফ্লোরে তাঁদের আবার দেখা। এখানেই খুন হয় নায়িকা। তদন্তে উঠে আসে ছবির নায়ক সোহেল খান আর নায়িকার প্রাক্তন স্বামীর নাম। প্রকৃত খুনি কে? তারই রহস্য উন্মোচন ছবির প্রতিটি দৃশ্যে।

ঋত্বিকা এর আগেও এই রহস্যধর্মী সিরিজ়ে অভিনয় করেছেন। গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে, অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায়। হইচই ওয়েব প্ল্যাটফর্মের সেই সিরিজ়ের নাম ‘অভিশপ্ত’। এই ধারার সিরিজ়ে অভিনয় করে খুব খুশি হয়েছিলেন ঋত্বিকা। প্রায় সেই ধারার আরও একটি কাজের সুযোগ পাওয়ায় স্বাভাবিক ভাবেই চওড়া হাসি তাঁর মুখে। দেবের নায়িকার বিপরীতে অভিনয়। নবাগত মীরও তাই যথেষ্ট পরিশ্রম করে চরিত্রের উপযোগী করে তুলেছেন নিজেকে। চিত্রনাট্যে অনুভব ঘোষ। চলতি বছরেই সালিমা খাতুন এর প্রযোজনায় বড় পর্দায় মুক্তি পাবে ছবি ‘মহরৎ’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement