Firing

প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে গুলিবিদ্ধ নদিয়ার বধূ! আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে

স্থানীয় সূত্রের খবর, জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের মধ্যে গুলি চলে নদিয়ার চাপড়ায়। তাতে এক বধূ জখম হয়েছেন। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ২৩:০৪
Share:

— প্রতীকী চিত্র।

প্রতিবেশীদের সঙ্গে বিবাদের জেরে গুলিবিদ্ধ হলেন এক বধূ। সোমবার ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়ায়। আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। এ নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, গুলিবিদ্ধ মহিলার নাম সাবিনা মিস্ত্রি। বয়স ৩৫ বছর। জমি নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদের মধ্যে গুলি চলে। তাতেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

জানা গিয়েছে, একটি জমি নিয়ে দীর্ঘ দিন ধরে দুই পরিবারের দ্বন্দ্ব চলছিল। এর আগেও অশান্তি হয়েছিল। তাতে অভিযোগের ভিত্তিতে এক পরিবারের এক সদস্য গ্রেফতার হন। সোমবারই আদালত থেকে জামিন পান অভিযুক্ত। সন্ধ্যায় আবার প্রতিবেশী দুই পরিবারের মধ্যে অশান্তি শুরু হয়। সেই সময় গুলি চলে বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন সাবিনা নামে এক বধূ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে শক্তিনগর জেলা হাসপাতাল স্থানান্তর করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, বধূর স্বামীর আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া গুলিতে বিদ্ধ হয়েছেন তিনি। যদিও পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক গুলি চালিয়েছেন।

Advertisement

স্থানীয় সূত্রের খবর, স্থানীয়েরা জানাচ্ছেন, চাপড়া থানার পাকুরিয়া এলাকার বাসিন্দা আব্বাস শেখের পরিবারের সঙ্গে আশরাফুল মিস্ত্রির পরিবারের দীর্ঘ দিনের বিবাদ। গত শনিবারও বিবাদ হয়। তাতে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি পর্যন্ত হয়েছিল। পরে তাপসের স্ত্রী সাবিনার দায়ের করা অভিযোগের ভিত্তিতে আব্বাসের এক আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ। সোমবার দুপুরে জামিনে মুক্তি পান আব্বাস। সন্ধ্যায় তিনি বাড়ি ফিরলে আবার দুই পরিবারের অশান্তি শুরু হয়। আব্বাসের পরিবারের দাবি, তাঁদের মারতে ঘর থেকে আগ্নেয়াস্ত্র নিতে ছুটে যান তাপস। তাঁকে বাধা দেন স্ত্রী সাবিনা। তার পরেই ওই ঘটনা ঘটেছে।

যদিও সাবিনার পরিবার অভিযোগ অস্বীকার করেছে। ঘটনাস্থলে পুলিশ যাওয়ার পর থেকে আব্বাস বা তাপস, কারও খোঁজ মেলেনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement