Ravindra Jadeja

‘কোহলীর থেকে কেন কম টাকা পাবে জাডেজা?’ ক্ষিপ্ত মাইকেল ভন

জাডেজার আরও টাকা পাওয়া উচিত বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১৯:২৩
Share:

কোহলী, রোহিতদের মতোই টাকা পাওয়া উচিত জাডেজার? —ফাইল চিত্র

বিরাট কোহলীর থেকে কম টাকা পাবেন রবীন্দ্র জাডেজা, এটা মেনেই নিতে পারছেন না মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের মতে ভারতীয় ক্রিকেটে কোহলীর পরেই স্থান পাওয়া উচিত জাডেজার। তাই টাকার অঙ্কও সমান হওয়া উচিত ২ জনের।

Advertisement

বৃহস্পতিবার ভারতীয় দলের ২৮ জন ক্রিকেটারের বার্ষিক আয়ের হিসেব জানিয়েছে বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে গত বারের মতো এ বারেও গ্রেড এ+ বিভাগে রয়েছেন কোহলী, রোহিত শর্মা এবং যশপ্রীত বুমরা। জাডেজা রয়েছেন গ্রেড এ বিভাগে। ভন টুইট করে লেখেন, ‘হতাশ! কোহলীর পরেই ওর থাকার কথা ছিল’। প্রাক্তন প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ বলেন, “জাডেজার অবশ্যই গ্রেড এ+ বিভাগে থাকা উচিত। যারা সব ধরনের ক্রিকেট খেলে আইসিসি-র র‍্যাঙ্কিংয়ে ওপরের দিকে রয়েছে তাদের অবশ্যই গ্রেড এ+ বিভাগে থাকা উচিত। কিছুদিন পর ঋষভ পন্থও এই বিভাগে উঠে আসবে। জাডেজা এবং পন্থ ২ জনেই দাবি রাখে গ্রেড এ+ বিভাগের।”

এ বারের তালিকায় যুক্ত হয়েছেন শুভমন গিল, অক্ষর পটেল এবং মহম্মদ সিরাজ। বাংলার ঋদ্ধিমান সাহা রয়েছেন গ্রেড বি বিভাগে।

Advertisement

পুরো তালিকা:

গ্রেড এ+ (৭ কোটি) : বিরাট কোহলী, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা

গ্রেড এ (৫ কোটি): রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রহাণে, শিখর ধওয়ন, কে এল রাহুল, মহম্মদ শামি, ইশান্ত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ড্য।

গ্রেড বি (৩ কোটি): ঋদ্ধিমান সাহা, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, শার্দূল ঠাকুর, ময়াঙ্ক আগরওয়াল।

গ্রেড সি (১ কোটি): কুলদীপ যাদব, নবদীপ সাইনি, দীপক চাহার, শুভমন গিল, হনুমা বিহারী, অক্ষর পটেল, শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল এবং মহম্মদ সিরাজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement