শুধু ২০০তম ম্যাচে নয়, দলের থেকে প্রতি ম্যাচে এমন পারফর্ম্যান্সই চাইবেন চেন্নাই অধিনায়ক। —ফাইল চিত্র
প্রথম ক্রিকেটার হিসেবে চেন্নাইয়ের হয়ে ২০০তম ম্যাচ খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতে দল তাঁকে বড় উপহারও দিল। তবে উৎসব মাঠেই সীমাবদ্ধ থাকেনি। সাজঘরেও পৌঁছে গিয়েছিল। কেক কেটে ধোনি সেই আনন্দ ভাগ করে নিলেন দলের সকলের সঙ্গে।
চেন্নাইয়ের হয়ে ২০০ ম্যাচে খেললেও অধিনায়ক ছিলেন তিনি ১৯৯টি ম্যাচে। ধোনির নেতৃত্বে ৩ বার ট্রফি জিতেছে চেন্নাই, ৮ বার ফাইনালে উঠেছে। গত বছর যদিও একদমই ভাল যায়নি চেন্নাইয়ের জন্য। প্রথম বারের জন্য প্লে অফে উঠতে পারেনি সিএসকে। এ বার সেই ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াতে চাইবেন ধোনিরা। ২০০তম ম্যাচে জিতে সেই জয় যাত্রাই কি শুরু হল হলুদ জার্সিধারীদের?
চেন্নাইয়ের পোস্ট করা ভিডিয়োতে দেখা যায় কেক কেটে কোচ স্টিফেন ফ্লেমিং, সুরেশ রায়না-সহ দলের বাকিদের খাইয়ে দিচ্ছেন ধোনি। পঞ্জাবের বিরুদ্ধে যদিও ধোনি নন, নজর কাড়েন দীপক চাহার। ৪টি উইকেট নেন তিনি। ব্যাট হাতে মইন আলির তোলা ঝড়ে খুব সহজেই জয়ের পথে পৌঁছে যান ধোনিরা। শুধু ২০০তম ম্যাচে নয়, দলের থেকে প্রতি ম্যাচে এমন পারফর্ম্যান্সই চাইবেন চেন্নাই অধিনায়ক।