ছবি: পিটিআই
১৫ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই কাইল জেমিসন মুগ্ধ বিরাট কোহলীতে। তাঁর মতে, ঠিক এরকম অধিনায়কই চেয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের এই ক্রিকেটার বলেন, “কোহলির অধিনায়কত্বে খেলা অসাধারণ অভিজ্ঞতা। এখনও অবধি দারুণ মুহূর্ত কাটিয়েছি। যে ভাবে ও খেলাটাকে পর্যবেক্ষণ করে, তা অতুলনীয়। ওর আগ্রাসী মনোভাব বেশ শিক্ষণীয়। সব সময় প্রতিযোগিতামূলক থাকতে চায় কোহলী।”
তিনি মুগ্ধ মহম্মদ সিরাজ এবং হর্ষল পটেলের বোলিং দেখে। এখনও অবধি দুটো ম্যাচ খেলে তাঁর সংগ্রহে দুটি উইকেট। তবে সতীর্থদের খেলা দেখে তাঁদের উচ্ছ্বসিত প্রশংসা করলেন জেমিসন।
এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “ওদের সঙ্গে দারুণ মিশে গিয়েছি। সিরাজ এবং হর্ষলের দারুণ কার্যক্ষমতা। প্রথম ম্যাচে হর্ষল এবং দ্বিতীয় ম্যাচে সিরাজ বুঝিয়ে দিয়েছে ওরা বহু দিন ধরে এখানে খেলছে। দারুণ সাফল্য দু’জনের।” হর্ষল প্রথম ম্যাচে ৫ উইকেট নেন। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে প্রথম কোনও বোলার ৫ উইকেট পেল। সিরাজ প্রথম ম্যাচে উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে ২ উইকেট পান। ২ ম্যাচেই বেশ কৃপণ বোলিং করেন সিরাজ।