সচিনকে নিয়ে বিতর্ক। ফাইল ছবি
পথ নিরাপত্তা বিশ্ব সিরিজে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন সচিন তেন্ডুলকর। হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। সম্প্রতি ছাড়া পেয়ে বাড়িতে ফিরেছেন। কিন্তু সেই ঘটনা নিয়েই সহানুভূতি দেখানোর বদলে বিরূপ মন্তব্য করে বিতর্ক তৈরি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী আসলাম শেখ।
সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, খ্যাতনামীদের হাসপাতালে ভর্তি হওয়ার বদলে বাড়িতে চিকিৎসা করানো উচিত। বলেছেন, “যে সব খ্যাতনামী উপসর্গহীন, তাঁদের বাড়িতে থেকেই চিকিৎসা করা উচিত। হাসপাতালে শয্যা দখল করে থাকা উচিত নয়। অক্ষয় কুমার, সচিন তেন্ডুলকরের মতো খ্যাতনামীদের হাসপাতালে ভর্তি হওয়ার দরকার নেই। যাঁদের দরকার তাঁদের জন্য সেগুলি রেখে দেওয়াই ভাল।”
আসলামের এই কথায় বিতর্ক তৈরি হয়েছে। এখনও পর্যন্ত মহারাষ্ট্র সরকারের কোনও মন্ত্রী বা মুখপাত্র কিছু না বললেও তাঁর এই মন্তব্যকে ভাল ভাবে নিচ্ছেন না অনুরাগীরা। তাঁদের দাবি, প্রয়োজন বোধ করেছেন বলেই সচিনরা হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ বোধ করতেই বাড়ি ফিরে এসেছেন। তাঁদের দাবি, মহারাষ্ট্র সরকার বরং সাধারণ মানুষের কল্যাণের কথা ভাবুক।