Rohit Sharma

রুদ্ধশ্বাস ম্যাচে রাজস্থানকে হারিয়ে রোহিতের মুখে বিপক্ষের ক্রিকেটারের প্রশংসা

মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থান হারলেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে ওই ক্রিকেটারের ইনিংস। রাজস্থানের ব্যাটিংয়ের সময় ৬২ বলে তাঁর ১২৪ রানের ইনিংস দলকে দুশো রানের গন্ডি পার করে দেয়। তাঁরই প্রশংসা করেছেন রোহিত।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৭:৫১
Share:

রোহিতের মুখে শোনা গিয়েছে টিম ডেভিডের প্রশংসাও। ছবি: আইপিএল

মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থান হারলেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে যশস্বী জয়সওয়ালের ইনিংস। রাজস্থানের ব্যাটিংয়ের সময় ৬২ বলে তাঁর ১২৪ রানের ইনিংস দলকে দুশো রানের গন্ডি পার করে দেয়। ম্যাচ হারলেও বিপক্ষ অধিনায়কের প্রশংসা পেয়েছেন যশস্বী। মুম্বই অধিনায়ক রোহিত শর্মা ভূয়সী প্রশংসা করেছেন রাজস্থানের তরুণ এই ব্যাটারের।

Advertisement

ম্যাচের পর রোহিত বলেছেন, “গত বছরও ওকে দেখেছিলাম। নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে ও। যশস্বীকে জিজ্ঞাসা করেছিলাম, ‘তোমার গায়ে এত শক্তি আসে কোথা থেকে?’ ও জানিয়েছিল, জিমে যাওয়া শুরু করেছে। যশস্বী এই উন্নতি শুধু ওর জন্যে নয়, রাজস্থানের জন্যেও ভাল হতে চলেছে।”

রোহিতের মুখে শোনা গিয়েছে টিম ডেভিডের প্রশংসাও। কায়রন পোলার্ডের শূন্যস্থান ভরাট করার জন্যে মুম্বই কিনেছিল তাঁকে। রাজস্থান ম্যাচে শেষ ওভারে তিনটি ছক্কা মেরে জিতিয়ে নিজের জাত চিনিয়েছেন ডেভিড।

Advertisement

রোহিত বলেছেন, “পোলার্ডের জুতোয় পা গলানো খুবই কঠিন। তবে টিমের সেই দক্ষতা এবং শক্তি রয়েছে। দিনের শেষে সেটা কাজে লাগে। ওর মতো ক্রিকেটার পেয়ে দল আরও শক্তিশালী হয়েছে। দলে বদল হলে সেটার সঙ্গে মানিয়ে নেওয়া অনেক ক্ষেত্রেই কঠিন হয়। কিন্তু পিচের কথা মাথায় রেখে দল সাজাতে হয়। সব ক্রিকেটারদেরই উচিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement