IPL 2023

মুম্বই জেতায় কতটা ক্ষতি হল কলকাতার, পয়েন্ট তালিকায় কোথায় রয়েছে নাইটরা?

হারের মুখ থেকেও অবিশ্বাস্য ভাবে জিতল মুম্বই ইন্ডিয়ানস। রবিবার শেষ ওভারে টিম ডেভিডের তিন ছক্কার জেরে রাজস্থানকে হারাল তারা। মুম্বই জেতায় চাপে পড়ল কলকাতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১২:৪৩
Share:

ঘরের মাঠে গুজরাতের কাছে হারলেও কলকাতা ছিল সাত নম্বরে। কিন্তু মুম্বই রবিবার জেতায় তারা উঠে এসেছে সাতে। — ফাইল চিত্র

হারের মুখ থেকেও অবিশ্বাস্য ভাবে জিতল মুম্বই ইন্ডিয়ানস। রবিবার শেষ ওভারে টিম ডেভিডের তিন ছক্কার জেরে রাজস্থানকে হারাল তারা। পাঁচ বারের চ্যাম্পিয়ন দল পয়েন্ট তালিকাতেও এক ধাপ উপরে উঠে এল। সেই সঙ্গেই নেমে গেল কলকাতা। আইপিএলে প্লে-অফের আশা ক্রমেই ফিকে হচ্ছে তাদের কাছে।

Advertisement

ঘরের মাঠে গুজরাতের কাছে হারলেও কলকাতা ছিল সাত নম্বরে। কিন্তু মুম্বই রবিবার জেতায় তারা উঠে এসেছে সাতে। আট ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে মুম্বইয়ের। কলকাতা সেখানে এক ম্যাচে বেশি খেলে ৬ পয়েন্ট পেয়েছে। তারা স্বাভাবিক ভাবেই নেমে গিয়েছে আটে। কলকাতার থেকেও নীচে অবশ্য দু’টি দল রয়েছে।

আট ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নয়ে রয়েছে হায়দরাবাদ। দিল্লি দলের সংগ্রহ আট ম্যাচে ৪ পয়েন্ট। কলকাতা এর পরের ম্যাচে খেলবে হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে। সেই ম্যাচে জিততে পারলে রান রেটের বিচারে তারা মুম্বইকে সরিয়ে সাতে উঠতে পারবে। হেরে গেলে আরও এক ধাপ নেমে যাবে। কারণ, কলকাতার থেকে পয়েন্ট বেশি হয়ে যাবে হায়দরাবাদের।

Advertisement

আইপিএলে প্লে-অফের লড়াই জমে উঠেছে। হেরে যাওয়ায় রাজস্থানের শীর্ষে ওঠা হয়নি। এক নম্বরে রয়েছে গুজরাত। আট ম্যাচে তাদের ১২ পয়েন্ট। লখনউ আট ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দু’য়ে। নয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে রাজস্থান। চারে থাকা চেন্নাই এবং পাঁচে থাকা পঞ্জাবেরও ১০ পয়েন্ট রয়েছে। রান রেটের বিচারে আগে চেন্নাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement