শাকিবদের ক্রিকেটে নতুন বিতর্ক তৈরি হল। — ফাইল চিত্র
আগামী জুনে আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ় খেলার কথা ছিল বাংলাদেশের। হঠাৎই তার মধ্যে একটি টেস্ট বাতিল করে দেওয়া হল। বাংলাদেশের বোর্ড জানিয়েছে, তাদের ক্রীড়াসূচি খুবই আঁটসাঁট। তাই দু’টি টেস্ট খেলার মতো সময় তাদের কাছে নেই। তবে তিনটি এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টির সূচিতে কোনও বদল হয়নি।
বাংলাদেশের ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের জানিয়েছেন, কঠিন সূচি এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে সীমিত ওভারের ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার কারণেই টেস্ট বাতিল করা হয়েছে। বলেছেন, “আমরা একটি টেস্ট এবং টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচগুলি খেলব। কিন্তু একটা টেস্ট বাতিল করা হয়েছে বিশ্বকাপের আগে কঠোর সূচির কারণে। অন্য কোনও সময়ে ওই টেস্টটা খেলতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা একটাই টেস্ট খেলব।”
বিশ্বকাপের কথা মাথায় রেখে বেঙ্গালুরু অথবা আরব আমিরশাহিতে দশ দিনের বিশেষ শিবির করতে চাইছে বাংলাদেশ। কিন্তু সূচি প্রকাশ না হওয়ায় এখনও চূড়ান্ত কিছু করতে পারেনি। এ প্রসঙ্গে ইউনুস বলেছেন, “ভারতের সহযোগিতায় আইসিসি সূচি তৈরি করে। কিন্তু এখনও তা হয়নি। তাই কোন মাঠে খেলব সেটা এখনও জানি না। তাই প্রস্তুতি শিবিরের কেন্দ্র চূড়ান্ত করা যাচ্ছে না। সূচির পরেই তা চূড়ান্ত করা হবে। বিশ্বকাপের ম্যাচের তারিখ জানতে পারলে হয়তো শিবির ঠিক করে ফেলতে পারতাম।”