shikhar dhawan

IPL 2022: আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে পঞ্জাব-চেন্নাই ম্যাচের সেরা শিখর ধবন

গত দু’টি ম্যাচে রান না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন। আবার ছন্দে ফিরলেন শিখর ধবন। সোমবার চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেললেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২২ ২৩:৪৮
Share:

ম্যাচের সেরা ধবন। ছবি আইপিএল

গত দু’টি ম্যাচে রান না পেয়ে হতাশ হয়ে পড়েছিলেন। আবার ছন্দে ফিরলেন শিখর ধবন। সোমবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেললেন তিনি। ম্যাচও জিতল পঞ্জাব কিংস। ফলে আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে তিনিই ম্যাচের সেরা ক্রিকেটার।

শুরুতে ময়ঙ্ক অগ্রবালকে হারিয়েছিল পঞ্জাব। কিন্তু উল্টোদিকে ভানুকা রাজাপক্ষ ক্রিজে সেট হয়ে যাওয়ায় নিজের ইনিংস গড়তে সুবিধা হয়েছে ধবনের। চেন্নাইয়ের কোনও বোলারই তাঁকে বিপদে ফেলতে পারেননি।

Advertisement

আইপিএলে এ দিনই ২০০তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি। মাত্র দু’রান করার পরেই ৬০০০ রান পেরিয়ে যান। এই মুহূর্তে আইপিএলে তাঁর রান ৬০৮৬। কোহলীর রান ৬৪০২। টি-টোয়েন্টি ফরম্যাটেও ৯০০০ রান হয়ে গেল তাঁর। টি-টোয়েন্টি ফরম্যাটে অবশ্য কোহলী এবং রোহিত শর্মা, দু’জনেরই ১০ হাজারের বেশি রান রয়েছে।

এ দিন ৫৯ বলে ৮৮ রানের ইনিংস খেলেন ধবন। মেরেছেন ৯টি চার এবং ২টি ছয়। হাতে বল থাকলে শতরানও হয়ে যেতে পারত তাঁর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement