Cancer Vaccine

ক্যানসারের টিকা আবিষ্কার করল রাশিয়া, ২০২৫ থেকে নিখরচায় পাবেন রোগীরা

২০২৫ সাল থেকে ক্যানসার আক্রান্তদের নিখরচায় টিকা দেবে পুতিনের দেশ।

আনন্দবাজার অনলাইন প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৮
Share:
Advertisement

ক্যানসারের টিকা আবিষ্কারের ঘোষণা রাশিয়ার। নতুন বছর থেকেই ক্যানসার আক্রান্তদের টিকা দেবে পুতিনের দেশ। একেবারে নিখরচায়। রুশ মুদ্রায় প্রতি কেস টিকার দাম হবে ৩ লক্ষ রুবেল। ভারতীয় মুদ্রায় যা আনুমানিক ২৫ লক্ষ টাকা। একমাত্র ক্যানসার আক্রান্তদেরই এই টিকা দেওয়া হবে। করোনার মতো আগাম প্রতিষেধক হিসাবে ক্যানসারের টিকা নেওয়া যাবে না।

রোগীর শরীরের কোষ থেকে আরএনএ নিয়েই তৈরি হবে টিকা। তারপর ক্যানসার কোষের প্রোটিন যা ক্ষতিকারক নয়, সেই অ্যান্টিজেন দেওয়া হবে রোগীর শরীরে। এই অ্যান্টিজেন-ই রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি করে ক্যানসার আক্রান্ত কোষগুলোকে মেরে ফেলবে। ক্যানসার আক্রান্ত কোষ থেকেই তৈরি হবে ক্যানসার টিকা। রাশিয়ার দাবি, আক্রান্ত কোষগুলোর মধ্যে অপেক্ষাকৃত দুর্বলদের ব্যবহার করেই তৈরি হবে এই টিকা। আর সে কারণেই বাকি টিকার থেকে এই টিকা হবে একেবারেই আলাদা। তবে এমআরএনএ টিকা সব ধরনের ক্যানসারকে আটকাতে করতে পারবে না। কোন ধরনের ক্যানসারের জন্য এই টিকা ব্যবহার করা হবে, সে বিষয়ে নিশ্চিত করে রাশিয়া এখনও কিছু জানায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement