Tamil Nadu

গাড়ির কাচে লেখার অপরাধে তামিলনাড়ুতে দলিত খুদেকে বেধড়ক মার, বিক্ষোভ পরিবারের

চেয়ুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন ওই খুদের আত্মীয়-পরিজনেরা। যোগ দিয়েছেন স্থানীয়েরাও। অভিযুক্তের বিরুদ্ধে তফসিলি জাতি-উপজাতি আইনের অধীনে মামলা করার দাবি জানিয়েছেন তাঁরা। এর পরেই মোহনকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৩৫
Share:

(বাঁ দিকে) থানার সামনে পরিজনদের বিক্ষোভ। সেই গাড়ি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরেই রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল গাড়িটি। সেই গাড়ির ধুলোমাখা জানলার কাচে লেখার ‘অপরাধে’ ন’বছরের দলিত খুদেকে বেধড়ক মারলেন গাড়ির মালিক। বাধা দিতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে জখম হলেন আরও দুই ব্যক্তি। রবিবার তামিলনাড়ুতে ঘটনাটি ঘটেছে। পরিজনদের বিক্ষোভের মুখে পড়ে ইতিমধ্যেই বছর ২৬-এর এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, অভিযুক্ত যুবকের নাম মোহন। বাড়ির সামনে রাস্তার ধারে তাঁর গাড়িটি দাঁড় করিয়ে রাখা ছিল। বেশ কিছু দিন ধরে একই জায়গায় দাঁড়িয়ে থাকায় গাড়ির কাচে ধুলো জমেছিল। রবিবার গাড়ির সেই কাচেই আঙুল দিয়ে লিখে খেলছিল কয়েক জন খুদে। বিষয়টি দেখতে পেয়ে তিন খুদেকে ঘরে ডেকে নিয়ে যান মোহন। তার পর গাড়ি নষ্ট করার অভিযোগে তাদের বেঁধে বেধড়ক মারতে শুরু করেন। ছেলের চিৎকার শুনে ছুটে আসেন ওই খুদের মা। ছুটে আসেন আরও দুই পথচারী। কিন্তু বাধা দিতে গেলে তাঁদের দিকেও ছুরি নিয়ে তেড়ে যান মোহন। ছুরির আঘাতে জখম হয়েছেন ওই দুই ব্যক্তি। ওই শিশু-সহ তিন জনকে স্থানীয় চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছে।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চেয়ুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান ওই খুদের আত্মীয়-পরিজনেরা। বিক্ষোভে যোগ দেন স্থানীয়েরাও। অভিযুক্তের বিরুদ্ধে তফসিলি জাতি-উপজাতি আইনের অধীনে মামলা করার দাবি জানান তাঁরা। এর পরেই মোহনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। ওই শিশুটির বয়ানও সংগ্রহ করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement