ছবি : সংগৃহীত।
মাকড়সা দেখলেই হিতাহিত জ্ঞান লোপ পায়! আট পেয়ে প্রাণীটিকে দেখলেই যাঁদের বাড়ি ছেড়ে দু’পায়ে দুদ্দারিয়ে ছুটে পালাতে ইচ্ছে হয়, তাঁদের অনেকেই মাকড়সা মারার জন্য রাসায়নিক স্প্রে ব্যবহার করেন। অনেকে আবার আটপায়ের ছোটাছুটির সঙ্গে পাল্লা দিয়ে ঝাঁটা বা চটি দিয়ে নিকেশ করেন ‘শত্রু’কে। কিন্তু এত কষ্ট না করেও মাকড়সাকে ঘর থেকে দূরে রাখা সম্ভব।
কেন ঘরে ঢোকে মাকড়সা ?
মূলত খাবার এবং আশ্রয়ের সন্ধানেই। পোকামাকড় খেয়েই বেঁচে থাকে মাকড়সা। তারা মূলত মাংসাশী। তবে খাবার ব্যাপারে সামান্য নাক উঁচু। মূলত জীবন্ত পোকামাকড় খেতেই ভালবাসে। অথবা শিকার করে মেরে খেতে ভালবাসে। পিঁপড়ে, মাছি, মশা, মথ, ছোট বা মাঝারি আকারের পোকা, আরশোলা, শামুকও খায় মাকড়সা । তাই এমন কিছু ঘরে রাখা যাবে না যাতে ওই সমস্ত পোকামাকড়কে আকর্ষণ করে। কারণ পোকামাকড়ের টানে মাকড়সাও আসতে পারে।
কোন পথে প্রবেশ? কোথায় আশ্রয়?
দরজা বা জানলার তলার ফাঁক গলে, স্নানঘরের জল নিষ্কাশন পথ বা পুরনো বাড়িতে থাকে ঘুলঘুলির ফাঁক গলেও মাকড়সা ঢুকতে পারে। থাকতে পছন্দ করে মূলত অপরিচ্ছন্ন অথবা অগোছালো জিনিসপত্রের স্তূপে। তাই ঘরের অনাবশ্যক ফাঁক বন্ধ করে, ঘর নিয়মিত পরিচ্ছন্ন রেখে মাকড়সাকে দূরে রাখা যেতে পারে। এ ছাড়াও পাঁচ উপায়ে মাকড়সা দূরে রাখতে পারেন।
ছবি: সংগৃহীত।
১। ভিনিগার এবং এসেনসিয়াল অয়েল স্প্রে
ভিনিগার, সুগন্ধী তেল মাকড়সা তাড়াতে কার্যকরী। ওই সব উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন মাকড়সা তাড়ানোর স্প্রে। আধ কাপ জল, আধ কাপ ভিনিগার, দুই টেবিলচামচ তরল বাসন ধোয়ার সাবান, ২০ ফোঁটা থাইম অয়েল এক সঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ভরে রাখুন। এ বার ঘরের যে সমস্ত কোনে মাকড়সা থাকতে পারে সেই সব জায়গায় মাঝে মধ্যেই ওই স্প্রে ব্যবহার করুন।
২। রসুন অথবা লেবু
মাকড়সা জোড়ালো গন্ধ সহ্য করতে পারে না। যে কোনও ধরনের লেবুর গন্ধ বা রসুনের গন্ধ মাকড়সা দূরে রাখতে সাহায্য করে। রসুন থেঁতো করে ঘরের কোনে রেখে দিলে ঘরে মাকড়সা ঢুকবে না। তবে তাতে ঘরে রসুনের গন্ধ ছড়ানোর সমস্যাও থাকবে। তাই রসুন যদি পছন্দ না হয়, তবে যেকোনও ধরনের লেবুর খোসা ঘরের দরজা বা জানলার নীচের অংশে ঘষে দিতে পারেন। তাতেও মাকড়সা দূরে থাকবে। বাজারে অবশ্য সাইট্রাসের গন্ধ যুক্ত ক্লিনারও পাওয়া যায়, সেই সমস্ত ক্লিনারও মাকড়সাকে দূরে রাখতে কার্যকরী।
ছবি: সংগৃহীত।
৩। পুদিনার গাছ
ঘরে টবে পুদিনার গাছ লাগালে মাকড়সা ঘর থেকে দূরে থাকবে। মাকড়সা তাড়ানোর এটি খুব সহজ এবং কার্যকরী উপায়। তবে শুধু গাছের টব বসিয়ে দিলেই হবে না। গাছ থেকে যাতে ভাল গন্ধ ছড়ায়, তাই গাছকে ভাল রাখতেও হবে। পুদিনা গাছ ঘরে রাখলে এমন জায়গায় রাখুন যেখানে আলো ঢোকে। পাশাপাশি জলও দিতে হবে নিয়মিত।
৪। দেবদারু কিংবা ইউক্যালিপটাস
বাড়িতে বাগান থাকলে ইউক্যালিপটাস গাছ লাগাতে পারেন। ইউক্যালিপটাস গাছের অতিরিক্ত যত্নের প্রয়োজন নেই। আবার এর গন্ধও জোরালো। তবে বাগান না থাকলে খাঁটি দেবদারু গাছের কাঠও কাজে লাগতে পারে মাকড়সাকে দূরে রাখতে। দেবদারু কাঠের তৈরি কোনও আসবাব ঘরে রাখতে পারেন। অথবার ঘরের বিভিন্ন কোনায় ছড়িয়ে রাখতে পারেন দেবদারু কাঠের টুকরো। তাতেও মাকড়সা থাকবে দূরে।
৫। স্পাইডার ক্যাচার
এ ছাড়া মাকড়সা ধরার আধুনিক প্রযুক্তিও কাজে লাগাতে পারেন। স্পাইডার ক্যাচার এ ক্ষেত্রে উপযোগী। অনলাইনে বা দোকানেও মাকড়সা ধরার উপযোগী ওই জিনিসটি পাওয়া যায়। মাকড়সা থেকে অনেক দূরে থেকেও এর সাহায্যে মাকড়সাকে ধরা সম্ভব।