আইপিএলে খুব খারাপ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক বোলারদের অভাবে বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন বাসিল থাম্পি। কিন্তু তিনিও ভাল খেলতে পারেননি। উইকেট নিলেও ওভার পিছু অনেক রান দিয়েছেন। তার পরেও তাঁর সঙ্গে দেখা করেন মুম্বইয়ের মেন্টর সচিন তেন্ডুলকর।
কার সঙ্গে দেখা করতে চান সচিন ফাইল চিত্র
এ বারের আইপিএলে খুব খারাপ খেলেছে মুম্বই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক বোলারদের অভাবে বেশ কয়েকটি ম্যাচে সুযোগ পেয়েছেন বাসিল থাম্পি। কিন্তু তিনিও ভাল খেলতে পারেননি। উইকেট নিলেও ওভার পিছু অনেক রান দিয়েছেন। তার পরেও তাঁর সঙ্গে দেখা করেন মুম্বইয়ের মেন্টর সচিন তেন্ডুলকর। সেই অভিজ্ঞতার কথা জানালেন থাম্পি।
সম্প্রতি মুম্বইয়ের তরফে প্রকাশিত একটি ভিডিয়ো বার্তায় থাম্পি বলেন, ‘‘সে দিন ম্যাচ খারাপ গিয়েছিল। কিন্তু সাজধরে ফেরার পরেই দলের চিকিৎসক এসে বলেন সচিন স্যার আমার সঙ্গে দেখা করতে চাইছেন। আমি প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম। ওঁর সঙ্গে ৪০ মিনিট কাটাই। খেলা নিয়েই আমাদের কথা হয়। আমাকে অনেক পরামর্শ দিয়েছিলেন উনি। আমি খুব ভাগ্যবান।’’
দলে নতুন হলেও তাঁকে রোহিত শর্মারা সমান সুযোগ দিয়েছেন বলে জানিয়েছেন থাম্পি। তিনি বলেন, ‘‘জাহির ও শেন বন্ড খেলার আগে আমাদের সঙ্গে বসে পরিকল্পনা করেন। পরিস্থিতি অনুযায়ী কী ভাবে খেলতে হবে তা আমাদের বোঝান। ওঁরা আমাদের সঙ্গে বন্ধুর মতো মেশেন।’’
এ বারের আইপিএলে রোহিতদের হয়ে পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন থাম্পি। তার মধ্যে একটি ম্যাচেই তিন উইকেট নিয়েছেন তিনি। ওভার প্রতি রান দিয়েছেন ৯.৫০।