Viral Video

‘পুষ্পা ২’-এর গানে দিদার সঙ্গে নাচ, পোজ় দিয়ে নেচে চমকে দিলেন বৃদ্ধা, ভাইরাল ভিডিয়ো

‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ‘পিলিংস’ গানটি বেজে চলেছে। সেই গানের সঙ্গেই দিদার সঙ্গে নাচ করছেন তিনি। ভিডিয়োর শুরুতে নানা রকম মুখভঙ্গিমা করতে দেখা যায় অক্ষয়ের দিদাকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ১১:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

চলতি মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা ২: দ্য রুল।’ এই ছবিতে অল্লুর সঙ্গে জুটি বেঁধে প্রশংসা কুড়িয়েছেন দক্ষিণী নায়িকা রশ্মিকা মন্দানা। শুধু অভিনয়েই নয়, এই ছবির ‘পিলিংস’ গানেও অল্লু এবং রশ্মিকা জুটির পারফরম্যান্স দেখে অবাক হয়ে গিয়েছেন দর্শকের অধিকাংশ। সেই গানের সঙ্গে নেচে উঠলেন এক বৃদ্ধা। শুধু তা-ই নয়, নাতির সঙ্গে জুটি বেঁধে পোজ় দিয়েও নাচ করলেন তিনি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘অক্ষয় পার্থ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। পেশায় নেটপ্রভাবী অক্ষয় পার্থ। ইতিমধ্যেই ইনস্টাগ্রামের পাতায় ১৫ লক্ষ অনুগামী জুটিয়ে ফেলেছেন তিনি। নিজের অ্যাকাউন্ট থেকে নাচের একটি ভিডিয়ো পোস্ট করেছেন অক্ষয়। সেই ভিডিয়োয় তাঁর দিদার সঙ্গে নাচ করতে দেখা যাচ্ছে অক্ষয়কে। ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ‘পিলিংস’ গানটি বেজে চলেছে।

সেই গানের সঙ্গেই দিদার সঙ্গে নাচ করছেন তিনি। ভিডিয়োর শুরুতে নানা রকম মুখভঙ্গিমা করতে দেখা যায় অক্ষয়ের দিদাকে। পরমুহূর্তেই শাড়ি পরে সেই গানটির সঙ্গে নাচতে শুরু করেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর নাতিও।

Advertisement

ভিডিয়োটি দেখে এক নেটাগরিক বলেন, ‘‘বৃদ্ধা এই বয়সেও যেমন নাচছেন, তা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।’’ আবার এক নেটব্যবহারকারীর কথায়, ‘‘আপনার দিদার কাছে তো রশ্মিকাও কম পড়বে দেখছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement