খেলা ছাড়ার পরে মেন্টরের ভূমিকাতেও জয় ছাড়া কিছু পছন্দ করেন না গৌতম গম্ভীর। লখনউ সুপার জায়ান্টসের প্রতিটি ম্যাচে ডাগআউটে বসে থাকা গম্ভীরের অভিব্যক্তিই বুঝিয়ে দেয় তাঁর মনের ভিতরে কী চলছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যখন লোকেশ রাহুলদের একের পর উইকেট পড়ছে তখন গম্ভীরকে দেখে বোঝা যাচ্ছিল দলের ব্যাটিং নিয়ে তিনি কতটা বিরক্ত।
লখনউয়ের ডাগআউটে হতাশ গম্ভীর ছবি: আইপিএল
খেলোয়াড় জীবনে সব সময় জিততে চাইতেন। খেলা ছাড়ার পরে মেন্টরের ভূমিকাতেও জয় ছাড়া কিছু পছন্দ করেন না গৌতম গম্ভীর। লখনউ সুপার জায়ান্টসের প্রতিটি ম্যাচে ডাগআউটে বসে থাকা গম্ভীরের অভিব্যক্তিই বুঝিয়ে দেয় তাঁর মনের ভিতরে কী চলছে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে যখন লোকেশ রাহুলদের একের পর উইকেট পড়ছে তখন গম্ভীরকে দেখে বোঝা যাচ্ছিল দলের ব্যাটিং নিয়ে তিনি কতটা বিরক্ত। ম্যাচ শেষে সাজঘরে ক্রিকেটারদের ক্লাস নিলেন গম্ভীর।
লখনউয়ের তরফে একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ক্রিকেটারদের সামনে দাঁড়িয়ে গম্ভীর বলছেন, ‘‘ম্যাচ হারা অপরাধ নয়। একটা দল জিতলে অন্য দলকে তো হারতেই হবে। কিন্তু হার মেনে নেওয়া অপরাধ। হারার আগেই হাল ছেড়ে দেওয়া অপরাধ। আমরা সেটাই করেছি। আমরা দুর্বলের মতো খেলেছি। আইপিএলের মতো প্রতিযোগিতায় দুর্বলদের কোনও জায়গা নেই। আমরা কঠিন দলকে হারিয়েছি। ভাল ক্রিকেট খেলেছি। কিন্তু গুজরাতের বিরুদ্ধে ক্রিকেটের সাধারণ বিষয়ে ভুল করেছি। সেটা আমাকে বেশি কষ্ট দিয়েছে।’’
কঠিন প্রতিপক্ষের মোকাবিলা করতে তাঁরা পারেননি বলে স্বীকার করে নিয়েছেন গম্ভীর। তিনি বলেন, ‘‘আমরা জানতাম ওরা ভাল বল করবে। এই ধরনের প্রতিযোগিতায় আন্তর্জাতিক মানের বোলারদের বিরুদ্ধে খেলতে হয় সবাইকে। প্রতি ম্যাচে বোলাররা ব্যাট করা কঠিন করে তুলবে। কিন্তু সেই বাধা দূর করতে হবে আমাদের। সেটা আমরা করতে পারিনি। অসহায় ভাবে আত্মসমর্পণ করেছি। পরের ম্যাচে সেটা করলে চলবে না। সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে।’’