হার্দিকদের ট্রফি জয়ের উল্লাস। ছবি: আইপিএল
রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হল গুজরাত টাইটান্স। কী ভাবে গুজরাত হারাল রাজস্থানকে? পাঁচ কারণ খুঁজল আনন্দবাজার অনলাইন। এক, প্রথমে বল করা। টস হারলেও গুজরাত টাইটান্স যা চেয়েছিল, সেটিই পেয়ে যায় শুরুতে। হার্দিক পাণ্ড্য বলেই দেন, তাঁরা আগে বল করতেন। সেটিই বিরাট সুবিধে করে দেয়।
দুই, রাজস্থান রয়্যালসকে মাত্র ১৩০ রানে আটকে রাখা। আইপিএল ফাইনালে এটি দ্বিতীয় সর্বনিম্ন রান।
তিন, হার্দিক ও রশিদ খানের দুর্দান্ত বোলিং। তাঁদের আট ওভারে ৩৫ রান ওঠে। হার্দিক ৩টি, রশিদ ১টি উইকেট নেন।
চার, দুরন্ত ছন্দে থাকা জস বাটলারকে বোতলবন্দি করে রাখা। ৩৫ বল খেলে ৩৯ রান করেন বাটলার। মাত্র ৫টি চার মারেন। একটিও ছক্কা মারতে পারেননি।
পাঁচ, ২৩ রানে ২ উইকেট হারালেও তৃতীয় উইকেটে হার্দিক ও শুভমন গিল ৬৩ রান যোগ করেন। এই জুটি না হলে সমস্যায় পড়তে পারত গুজরাত।