জসপ্রীত বুমরাহ। —ফাইল চিত্র।
চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ক্রিকেটার হয়েছেন তিনি। অথচ সেই জসপ্রীত বুমরাহের নামই নেই সেরাদের তালিকায়। ২০২৪ সালের আইসিসির সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চার ক্রিকেটার। তালিকায় রয়েছেন আরশদীপ সিংহ ও বাবর আজ়ম। কিন্তু জায়গা পাননি বুমরাহ।
তালিকায় ভারতের একমাত্র প্রতিনিধি আরশদীপ। টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথ সর্বাধিক উইকেটের মালিক তিনি। নিয়েছেন ১৭টি উইকেট। তাঁর বোলিং গড় ১২.৬৪। ওভারপ্রতি ৭.১৬ রান দিয়েছেন তিনি। টেস্ট খেলা দেশগুলির মধ্যে ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেট নিয়েছেন আরশদীপ। ১৮টি ম্যাচে ৩৬টি উইকেট নিয়েছেন এই বাঁহাতি পেসার।
বুমরাহ বিশ্বকাপে ১৫টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় সর্বাধিক উইকেটের মালিক তিনি। ওভারপ্রতি মাত্র ৪.১৭ রান দিয়েছেন। যখনই উইকেটের দরকার হয়েছে বুমরাহের হাতে বল তুলে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ভারতের জেতার নেপথ্যে তাঁর ভূমিকার জন্য বুমরাহকে বিশ্বকাপের সেরা ক্রিকেটার নির্বাচিত করা হয়েছিল। অথচ সেই তিনিই জায়গা পেলেন না আইসিসির তালিকায়।
চলতি বছর টেস্ট খেলা দেশগুলির মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন বাবর। ২৩টি ইনিংসে ৭৩৮ রান করেছেন তিনি। ৩৩.৫৪ গড় ও ১৩৩.২১ স্ট্রাইক রেটে রান করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
তালিকায় রয়েছেন আরও দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড ও জ়িম্বাবোয়ের সিকন্দর রাজা। হেড চলতি বছর ১৫টি ইনিংসে ৫৩৯ রান করেছেন। ৩৮.৫০ গড় ও ১৭৮.৪৭ স্ট্রাইক রেটে রান করেছেন এই বাঁহাতি ব্যাটার। অন্য দিকে সিকন্দর ২৩টি ইনিংসে ৫৭৩ রান করেছেন। ২৮.৬৫ গড় ও ১৪৬.৫৪ স্ট্রাইক রেটে রান করেছেন সিকন্দর। পাশাপাশি ২৪টি উইকেটও নিয়েছেন তিনি।