Shah Rukh Khan

পর পর নিজের ছবির গান চালিয়ে শোনেন শাহরুখ! বাদশাহি মেজাজের নয়া তথ্য জানালেন সান্য

‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছিলেন সান্য। সেই সময়ে শাহরুখের সান্নিধ্য পেয়েছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১৭:২৯
Share:
Sanya Malhotra revealed Shah Rukh Khan listens to his own films’ songs during drives

শাহরুখকে নিয়ে কী জানালেন সান্য? ছবি: সংগৃহীত।

নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে শাহরুখের পরামর্শ আশীর্বাদের মতো। বছরের পর বছর খ্যাতির চূড়ায় থেকেছেন তিনি। অভিনয়ের বাইরে তাঁর বাচনভঙ্গিতেও মুগ্ধ অনুরাগীরা। তাই তাঁর থেকে পরামর্শ পাওয়া মানে জীবনের চলার পথ যেন আরও মসৃণ হয়ে যাওয়া। এমন সৌভাগ্য হয়েছিল সান্য মলহোত্রেরও।

Advertisement

‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছিলেন সান্য। সেই সময়ে শাহরুখের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। কাজ ও জীবন নিয়ে নাকি খুব চিন্তা করতেন সান্য। চোখ এড়ায়নি শাহরুখের। তখনই তিনি সান্যকে বেশি চিন্তা না করে জীবনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই পরামর্শ নাকি অভিনেত্রীর জীবন বদলে দেয়। তার পর থেকে জীবন নিয়ে খুব ইতিবাচক হয়ে ওঠেন তিনি। জীবনের চলার পথও নাকি আরও সহজ হয়ে ওঠে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখকে নিয়ে আরও এক অজানা তথ্য জানিয়েছেন সান্য। ‘জওয়ানে’র শুটিং চলার সময়ে একাধিক বার শাহরুখের গাড়িতে উঠেছেন সান্য। গাড়িতে নাকি নিজের ছবির গান শুনতেই ভালবাসেন বাদশাহ। পর পর নিজের ছবির গান চালাতে থাকেন তিনি।

Advertisement

তবে এই সবের মধ্যেও সান্যর লক্ষ্য ছিল একটাই। শাহরুখের অভিনয়, ব্যক্তিত্ব, জীবনযাপন— সবটাই শিখতে চেয়েছিলেন অভিনেত্রী। ছবিতে একাধিক মহিলা চরিত্র রয়েছে। তাঁদের প্রত্যেকের সঙ্গে শাহরুখের আচরণ মুগ্ধ করেছিল সান্যকে। সেটে উপস্থিত অভিনেত্রী ও ক্যামেরার পিছনের মহিলা কর্মীদের সঙ্গে বিশেষ ভাবে গুরুত্ব দেন তিনি। তা ছাড়াও তাঁর ছবিতেও সব সময় নারী চরিত্রকে সম্মান করা হয় বলে মন্তব্য করেন সান্য।

এই মুহূর্তে ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন অভিষেক বচ্চন ও সুহানা খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement