খেলা দেখছেন সস্ত্রীক অমিত শাহ। ছবি: আইপিএল
মোতেরার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসে আইপিএল ফাইনালের মৌতাত নিলেন সস্ত্রীক অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ফাইনালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতিও।
প্রধানমন্ত্রীর নামাঙ্কিত স্টেডিয়ামে বসে আইপিএলের ফাইনালে গুজরাত টাইটান্স-রাজস্থান রয়্যালসের লড়াই উপভোগ করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ফাইনাল দেখতে আসতে পারেন, এমন জল্পনা ছিলই। তাঁর ছেলে জয় শাহই আবার বিসিসিআই সচিব। শোনা গিয়েছিল আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু প্রধানমন্ত্রী আসেননি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অবশ্য স্ত্রী সোনাল শাহকে নিয়ে বেশ খোশমেজাজেই ছিলেন এ দিন।
জয় কেবল ভারতীয় ক্রিকেট বোর্ডেরই সচিব নন। তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। দীর্ঘ দিন ধরেই তিনি দক্ষ ক্রিকেট প্রশাসক হিসেবে পরিচিত। ২০০৯ সালে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব হিসেবে কাজ শুরু করেন। সে সময় সংস্থার সভাপতি ছিলেন অমিত শাহ। তখনই মোতেরায় বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার কাজ শুরু হয়। যা বর্তমানে নরেন্দ্র মোদী স্টেডিয়াম নামে পরিচিত। উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগে গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন নরেন্দ্র মোদী।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।