MS Dhoni

IPL 2021: ১৮৯ রান করেও কেন হার? কারণ বার করলেন ধোনি

চেন্নাই শনিবার ১৮৯ রান তুলেও হেরে গিয়েছে রাজস্থানের কাছে। চেন্নাইয়ের মতো শক্তিশালী দলের কাছে সেই অর্থে এই হার কিছুটা হলেও অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২১ ১০:১১
Share:

মহেন্দ্র সিংহ ধোনি। ফাইল ছবি।

দ্বিতীয় পর্বের আইপিএল শুরু হওয়ার পর এত রান আর কোনও ম্যাচে হয়নি। কিন্তু চেন্নাই সুপার কিংস শনিবার ১৮৯ রান তুলেও হেরে গিয়েছে রাজস্থান রয়্যালসের কাছে। ফলে সেই অর্থে এই হার কিছুটা হলেও অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য। বিশেষ করে চেন্নাইয়ের মতো শক্তিশালী দলের কাছে। চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মতে, রাজস্থান ব্যাট করার সময় প্রথম ৬ ওভারেই ম্যাচ হেরে গিয়েছিলেন।

Advertisement

ধোনি বলেন, ‘‘ওরা প্রথম ৬ ওভারেই ম্যাচটা আমাদের আয়ত্তের বাইরে নিয়ে চলে যায়। বড় রান তাড়া করতে গেলে পাওয়ার প্লে-তে ঠিক যে ভাবে ব্যাট করার কথা, ওরা সে ভাবেই ব্যাট করেছে।’’ ১৯০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে রাজস্থান প্রথম ৬ ওভারে ১ উইকেটে ৮১ রান তোলে। শেষ পর্যন্ত ১৫ বল বাকি থাকতে ৭ উইকেটে জিতে যায় রাজস্থান।

এই উইকেটে তা হলে কত রান তুললে জেতা সম্ভব, জানতে চাইলে ধোনি হাসতে হাসতে বলেন, ‘‘২৫০ রান করলে মনে হয় এই উইকেটে জেতা সম্ভব। মনে হয় না আমরা ১৯০ রানের বেশি করতে পারতাম।’’ রাজস্থান ব্যাট করার সময় উইকেট সহজ হয়ে গিয়েছিল বলে মত ধোনির। বলেন, ‘‘টস হারাটা আমাদের বিপক্ষে গিয়েছে। শুরুতে বল কিছুটা হলেও ধীর গতিতে আসছিল। ওদের স্পিনাররা তার সুবিধে পেয়েছে। কিন্তু পরের দিকে উইকেট একেবারে সহজ হয়ে গিয়েছিল। বল উইকেটে পড়ে খুব ভাল ভাবে ব্যাটে আসছিল। তবু বড় রান তাড়া করতে গেলে ভাল ব্যাট করার প্রয়োজন। ওদের ব্যাটাররা ঠিক সেটাই করেছে।’’

Advertisement

ধোনির দলের রুতুরাজ গায়কোয়াড় এ বার স্বপ্নের ফর্মে রয়েছেন। শনিবার ওপেন করতে নেমে ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থেকেছেন। রুতুরাজের ইনিংস নিয়ে ধোনি বলেন, ‘‘অসাধারণ ইনিংস। দল হেরে গেলে এই ইনিংস চাপা পড়ে যায়। কিন্তু ওর ইনিংসের জন্যই আমরা ১৮৯ রানে পৌঁছতে পেরেছিলাম।’’

শনিবারের ম্যাচটি ভুলে যেতে চাইছেন ধোনি। বলেন, ‘‘এই ম্যাচটা ভুলে যেতে হবে। এই ধরনের প্রতিযোগিতায় এরকম দু’-একটা ম্যাচ হতে পারে। সেগুলো ভুলে যেতে হবে। তবে শিখতে হবে কোথায় কী সমস্যা হল। না হলে নক-আউট পর্বেও এরকম হতে পারে। দল হিসেবে আমরা এত দিন এটাই করে এসেছি। প্রতিটা ম্যাচ থেকে আমরা শিখি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement