তরুণ অলরাউন্ডার নজর কেড়েছেন সুনীল গাওস্করের। —ফাইল চিত্র
কলকাতা নাইট রাইডার্স হেরে গেলেও তরুণ অলরাউন্ডার নজর কেড়েছেন সুনীল গাওস্করের। বেঙ্কটেশ আইয়ারের প্রশংসা করেন তিনি। ব্যাট হাতে যেমন রান করেন, বল হাতে ব্যাটারদের আটকে রাখার ক্ষমতাও রয়েছে তাঁর।
গাওস্কর বলেন, “বেঙ্কটেশ আইয়ার কলকাতার খুঁজে পাওয়া এমন একজন ক্রিকেটার যাকে ভারত খুঁজছে। খুব জোরে বল করে না, কিন্তু ইয়র্কারগুলো ঠিক জায়গায় রাখে। ব্যাটারকে রান করতে দেয় না। শর্ট বল খুব ভাল খেলে ও। অন্য বাঁহাতি ব্যাটারদের মতো অফসাইডে খুব ভাল খেলে।”
সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্ত বেঙ্কটেশ ভারতীয় দলে জায়গা পাবে কি না তা সময় বলবে। তবে কলকাতার বেশ কিছু জয়ের পিছনে তাঁর অবদান রয়েছে। গাওস্কর বলেন, “প্লে-অফে যাওয়ার সুযোগ রয়েছে কলকাতার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ওদের আত্মবিশ্বাস দেবে।”
পঞ্জাবের বিরুদ্ধে যদিও হেরে গিয়েছে কলকাতা। ব্যাট হাতে ৬৭ রান করলেও বল হাতে ২.৩ ওভারে ৩০ রান দেন তিনি। একটি উইকেটও নেন বেঙ্কটেশ।