হোয়াট্সঅ্যাপের মাধ্যমে কী ভাবে কাউকে টাকা পাঠাবেন? ছবি: ফ্রিপিক।
হোয়াট্সঅ্যাপ কেবল মেসেজিং প্ল্যাটফর্মই নয়, এর সাহায্যে টাকাপয়সার লেনদেনও কিন্তু করা যায়। এখন ফোন পে বা গুগ্ল পে-র ব্যবহার বেড়েছে। কিন্তু হোয়াট্সঅ্যাপের মাধ্যমেও যে টাকা পাঠানো যায়, সেই পদ্ধতি অনেকেরই অজানা। কাউকে টাকা পাঠাতে হলে অথবা কেনাকাটা করতে হোয়াট্সঅ্যাপ ব্যবহার করতেই পারেন। ইউপিআই ব্যবহার করে হোয়াট্সঅ্যাপ থেকে টাকা পাঠানো যায়। আবার কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠানো যায়।
১৬০টি প্রথম শ্রেণির ব্যাঙ্কের সঙ্গে অংশীদারিতে চলছে হোয়াট্সঅ্যাপের এই পরিষেবা। ইউপিআই লেনদেনে যাঁরা অভ্যস্ত, তাঁদের সুবিধা হবে। না হলে কিউআর কোড স্ক্যান করেও টাকা পাঠাতে পারবেন। বর্তমানে ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা পাঠানো সম্ভব। সেই অপশনও দিয়েছে হোয়াট্সঅ্যাপ।
কী ভাবে টাকা পাঠাবেন?
যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে সেখানে যে মোবাইল নম্বরটি দিয়েছেন, সেটিই হোয়াট্সঅ্যাপ নম্বর হতে হবে।
এ বারে হোয়াট্সঅ্যাপের ডান দিকের উপরে তিনটি ডট চিহ্নতে ক্লিক করুন। ‘পেমেন্টস’ বলে অপশন আসবে। সেখানে ক্লিক করে ইউপিআই কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারেন অথবা ‘সেন্ড পেমেন্ট’ অপশনে যেতে পারেন।
হোয়াট্সঅ্যাপ চ্যাট থেকেও নির্দিষ্ট কাউকে টাকা পাঠাতে পারবেন। সে জন্য চ্যাটবক্সে গিয়ে ভারতীয় মুদ্রার ছবিটিতে ক্লিক করুন। এ বার ‘গেট স্টার্টেড’-এ ক্লিক করুন।
টাকা পাঠানোর নিয়ম ও নীতি পড়ে নিয়ে ‘অ্যাকসেপ্ট’ বোতামে ক্লিক করলেই ব্যাঙ্কের তালিকা চলে আসবে। আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে সেটি খুঁজে নিয়ে ক্লিক করুন।
এর পর ‘এসএমএস’ ভেরিফিকেশন হবে। সেটি হয়ে গেলে ব্যাঙ্কের নাম সংযুক্ত করে ডেবিট কার্ডের ভেরিফিকেশন চাইবে। তাতে সম্মতি দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যোগ হয়ে যাবে আপনার হোয়াট্সঅ্যাপের সঙ্গে।
এ বার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠাতে পারবেন। তার জন্য ভারতীয় মুদ্রার ছবিতে ক্লিক করে, টাকার অঙ্ক লিখে ‘নেক্সট’ ও পরে ‘সেন্ড পেমেন্ট’ করলেই টাকা চলে যাবে। আপনার কাছে ইউপিআই পিন যাচাই করার অপশনও আসবে। নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা। অর্থাৎ, আপনিই টাকা পাঠাচ্ছেন কি না তা নিশ্চিত হওয়ার জন্যই এই ব্যবস্থা রেখেছে হোয়াট্সঅ্যাপ।